সব অনিশ্চয়তা কেটে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্র জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী ২৯ জুলাই বৃহস্পতিবার বিকেলে ঢাকায় এসে পৌঁছাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ঢাকায় আসার পর তিন দিন কোয়ারেন্টাইনে থেকে ৩ আগস্ট টিম বাংলাদেশের সঙ্গে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে অষ্ট্রেলিয়া। এরপর ৪ আগস্ট দ্বিতীয় ম্যাচ। তারপর একদিন বিরতি। আবার ৬ ও ৭ আগস্ট পরপর দুদিন আরও দুটি ম্যাচ। পরে ৮ আগস্ট বিরতি দিয়ে ৯ আগস্ট সফরের শেষ ম্যাচ। এদিকে জিম্বাবুয়েতে সফল মিশন শেষে আগামী ২৯ জুলাই বৃহস্পতিবার দেশে ফিরে আসবে টিম বাংলাদেশ।