২৯ আগস্ট লিও ক্লাব অব চিটাগাং এর সুবর্ণজয়ন্তী

| বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১১:৪৫ পূর্বাহ্ণ

লিও ক্লাব অব চিটাগাং এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রাক্তন লিওদের উদ্যোগে সুবর্ণজয়ন্তী আয়োজনের প্রস্তুতি সভা ক্লাবের প্রতিষ্ঠাকালীন প্রথম সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. ওমর ফারুক ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের উপদেষ্টা চৌধুরী খালেদ এন এমডি রিয়াদ, মুকেশ চৌধুরী, ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের সদস্য সচিব লায়ন মো. আবু নাসের রনি, ট্রেজারার আলী হায়দার, সদস্য মোহাম্মদ নূর হোসেন, স্মরণিকা কমিটির চেয়ারম্যান নাফিজ মিনহাজ, সদস্য মুহাম্মদ মাসুদ, জয়েন্ট ট্রেজারার লিও ইমদাদুল ইসলাম সৌরভ প্রমুখ। সভায় আগামী ২৯ আগস্ট চট্টগ্রাম কলেজ রোড়ের পার্সিভিলহিলস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সভাপতি ডা. ওমর ফারুক ইউসুফ বলেন, লিওরা বিশ্বব্যাপী মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে। এক সাথে এই কাজ করতে গিয়ে বিভিন্ন জনের সাথে আত্মার বন্ধনে আবদ্ধ হয়। একটি নির্দিষ্ট সময় পর সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর মতো অনুষ্ঠান হলে বর্তমান ও প্রাক্তন সদস্যদের মধ্যে বন্ধন তৈরি হবে এবং প্রাক্তন সদস্যরাও তাদের পুরানো স্মৃতি নতুনদের সাথে শেয়ার করার সুযোগ পাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড় কাটার দায়ে বান্দরবানে এক ব্যক্তিকে জরিমানা
পরবর্তী নিবন্ধ১০ লাখ গাছ লাগিয়ে গ্রিন চট্টগ্রাম গড়বো