চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের (সিএন্ডএফ) নির্বাচনে ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে এসোসিয়েশনের ২৯টি পদের বিপরীতে ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন বলে সূত্র জানিয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য সর্বমোট ৭২জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু গতকাল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মোট ৬০জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সম্মিলিত সমমনা ঐক্য জোট, সম্মিলিত পরিষদ, গণতান্ত্রিক পরিষদ, বিজনেস ফোরাম এবং স্বতন্ত্র প্রার্থী মিলে উক্ত ৬০টি মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে সূত্র জানিয়েছে।