চট্টগ্রামে ২৮ হাজার পিস ইয়াবাসহ মো. মুজিবুর রহমান (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার। গ্রেপ্তার মুজিবুর রহমান আনোয়ারা থানাধীন মধ্যম গহিরা গ্রামের মৃত মনছুর আলমের ছেলে। মঙ্গলবার রাতে তাকে মধ্যম গহিরা মাঝির ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা তাপস কর্মকার বলেন, দীর্ঘদিন ধরে কঙবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রি করে আসছিলেন মুজিবুর। মঙ্গলবার রাতে তাকে গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো বসতঘর থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮৪ লাখ টাকা।