২৮ মার্চ আধা বেলা হরতাল

আজাদী অনলাইন | শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ১:৪৩ অপরাহ্ণ

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ মার্চ আধা বেলা (সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার (১১ মার্চ) সকালে পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মালনে জানান হয়, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির অপতৎপরতা বন্ধের দাবিতে এই হরতাল কর্মসূচি পালিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোটের সমন্বয়ক সাইফুল হক, সাবেক সমন্বয়ক বজলুর রশিদ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে গোসল করতে নেমে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধজেলা প্রশাসনের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, আটক ২