ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ২৮টি পদের বিপরীতে ৫৬৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ৪৪২ জন ফরম সংগ্রহ করেন গতকাল সোমবার শেষ দিনে এসে। আগের আট দিনে নেন ১২৩ জন। গতকাল বিকালে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ব্রিফিংয়ে এসে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
ব্রিফিংয়ে বলা হয়, হল সংসদ নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হলে ৭১ জন, শহীদুল্লাহ হলে ৯৭, জগন্নাথ হলে ৬৬, ফজলুল হক মুসলিম হলে ৭৮, জহুরুল হক হলে ৯৩, সূর্যসেন হলে ৯০, মুহসিন হলে ৭৪, শামছুন্নাহার হলে ৩৭ ও জসীমউদ্দীন হলে ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া জিয়াউর রহমান হলে ৮৭ জন, শেখ মুজিবুর রহমান হলে ৬৯, সুফিয়া কামাল হলে ৪০, রোকেয়া হলে ৪৬, কুয়েত মৈত্রী হলে ২৯, ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০, অমর একুশে হলে ৮৪, বিজয় একাত্তর হলে ৮৮, এফ রহমান হলে ৭৩ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। হল সংসদ নির্বাচনে সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১২২৬ জন। খবর বিডিনিউজের। আজ মঙ্গলবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। তারপর জানা যাবে কোন পদে কতজন প্রার্থী শেষমেশ প্রতিদ্বন্দ্বিতা করবেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। পরের দিন প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। আর ভোট হওয়ার কথা ৯ সেপ্টেম্বর। এদিকে একটি ছাত্রী হলে ছাত্রদলের নেতাকর্মীদের ফরম সংগ্রহে বাধার অভিযোগ ওঠার পর ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ একদিন বাড়ানো হয়েছে। ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ডাকসুতে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরা মনোনয়ন সংগ্রহ করেছেন। এখানে কেউ কোনো দলীয় পরিচয়ে মনোনয়ন নেননি। ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত কোনো প্রার্থীর নাম অপরাধীর তালিকায় পাওয়া গেলে প্রার্থিতা থেকে বাদ দেওয়ার সুযোগ আছে।
প্যানেল চূড়ান্ত হয়নি ছাত্রদলের, ভিপি পদে ৩ জন
ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম নেওয়ার শেষ দিনেও প্যানেল চূড়ান্ত করতে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল; কেবল ভিপি পদে ফরম নিয়েছেন তিন নেতা। বিএনপির সহযোগী সংগঠনটি বলছে, আলাদা করে ফরম নিলেও তাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্যানেল ঠিক করে দেবেন। আজকের মধ্যে প্যানেল ঠিক করে ফরম জমা দেওয়ার সুযোগ রয়েছে ছাত্রদলের।
ভিপি বা সহসভাপতি পদে ফরম তুলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বি এম কাউসার ও আবিদুল ইসলাম খান। আর সাধারণ সম্পাদক পদে ফরম নিয়েছেন কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামীম। এজিএস বা সহ–সাধারণ সম্পাদক পদে ফরম নিয়েছেন বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমানও ফরম নিয়েছেন, তবে পদের নাম জানা যায়নি।
ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির। ২৮ সদস্যের এই প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। সাধারণ সম্পাদক পদে লড়বেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ।
গতকাল বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম তুলে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন শিবিরের নেতাকর্মীরা।
শিবিরের প্যানেল : সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম (ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি), সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ (ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি), সহ–সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান (ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক), মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনীম জুমা (ইনকিলাব মঞ্চ), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান জসীম (চলতি বছরের জুলাইয়ে চোখ হারানো শিক্ষার্থী), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম সাব্বির (বর্তমানে ঢাবি শিবিরের অর্থ সম্পাদক), ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক শরিফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক সাখাওয়াত জাকারিয়া। ঘোষিত প্যানেলে ১৩টি সদস্য পদেও প্রার্থী দিয়েছে শিবির। তবে তাদের নাম সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়নি।
ইমি ও মেঘমল্লারের নেতৃত্বে লড়বে বাম জোট
ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাম জোট। এতে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন শেখ ইতি আফরোজ ইমি। তিনি আগের সংসদে শামসুন্নাহার হলের ভিপি ছিলেন। আর সাধারণ সম্পাদক বা জিএস পদে লড়বেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু।
গতকাল বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল। এ নির্বাচনে সহ–সাধারণ সম্পাদক পদের প্রার্থী জুবেল বলেন, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র কাউন্সিল, ছাত্র যুব আন্দোলন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক ছাত্র মঞ্চ ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তাদের প্যানেল করা হয়েছে।
বামজোট থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী হয়েছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক। অন্য পদগুলোতে জোটের কারা কারা প্রার্থী, সেটি আজ প্রকাশ করা হবে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
ভোটের ১৫ দিন আগে পরীক্ষা স্থগিতসহ ৬ দাবি ছাত্র ইউনিয়নের
ডাকসু ভোটের অন্তত ১৫ দিন আগে পরীক্ষা স্থগিত করাসহ ছয় দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গতকাল বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু। তিনি বলেন, ডাকসু নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার বহু আগে থেকেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই দাবি জানিয়ে এসেছি যে, শুধু গত বছর জুলাই অভ্যুত্থানকালে নয়, বরং বিগত আওয়ামী লীগ আমলে বিভিন্ন সময়ে ছাত্রলীগ সংশ্লিষ্ট যে সকল ব্যক্তি শিক্ষার্থী নিপীড়নসহ বিবিধ ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত ছিল, তাদের তালিকা প্রকাশ করে, তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে প্রশাসনের তরফ থেকে তাদের নামে মামলা করতে হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাইয়ে হামলাকারীদের একটি তালিকা প্রদান করলেও গত ১৬ বছরে বিবিধ হামলাকারীদের তালিকা প্রদান করতে সক্ষম হয়নি। এই পরিস্থিতির সুযোগ নিয়েই সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কুখ্যাত সন্ত্রাসী জুলিয়াস সিজার তালুকদার ডাকসুর কেন্দ্রীয় সংসদে সহসভাপতি পদে মনোনয়ন তুলেছে ও জমা দিয়েছে। অন্যান্য সন্ত্রাসীরাও এই একই প্রক্রিয়ায় মনোনয়ন তুলছে কি না তা নিয়ে আমরা শঙ্কিত। নিপীড়কদের বহিষ্কার করে নিশ্চিত করতে হবে যেন তাদের প্রার্থী হওয়ার কোনো আইনি সুযোগ না থাকে।
ভিপি পদে মনোনয়ন নিলেন উমামা
বাংলানিউজ জানায়, ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। এই প্যানেল থেকে তিনি ভিপি নির্বাচন করবেন। গতকাল মনোনয়ন ফরম গ্রহণের শেষ দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। ফরম সংগ্রহ শেষে আজ প্যানেল ঘোষণার কথা জানিয়েছেন তিনি।
জানা গেছে, প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে উমামা ফাতেমা, সাধারণ সম্পাদক জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া, এজিএস পদে সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী থাকবেন।
উমামা বলেন, আমরা যোগ্যতা দেখে আগামী মঙ্গলবার (আজ) প্যানেল ঘোষণা করব। আমরা শিক্ষার্থীবান্ধব একটি ডাকসু প্যানেল ঘোষণা করব।
ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল : ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত নির্বাচনে সহসভাপতি বা ভিপি পদে লড়বেন। আর সাধারণ সম্পাদক বা জিএস পদে লড়বেন সংগঠনটির কেন্দ্রীয় সহ–সম্পাদক খায়রুল আহসান মারজান।
গতকাল বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন নিজেও এ নির্বাচনে প্রার্থী হয়েছেন; তিনি লড়বেন সহ–সাধারণ সম্পাদক পদে। সংগঠনটির পূর্ণাঙ্গ প্যানেল আজ ঘোষণা করা হবে।
১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে, প্রতি বছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। ডাকসু মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হন। শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ৩৭ বার। এর মধ্যে ২৯ বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলের ৫০ বছরে। স্বাধীন দেশে ৫৩ বছরে মাত্র ৮ বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।