২৮ নাবিক এখন রোমানিয়ায়

আজাদী প্রতিবেদন | রবিবার , ৬ মার্চ, ২০২২ at ৭:২০ পূর্বাহ্ণ

ইউক্রেনে আটকে পড়া এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিককে রোমানিয়ায় সরিয়ে নেয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গতকাল নিশ্চিত করেছেন, ওইসব নাবিককে ইউক্রেন থেকে নিরাপদে রোমানিয়ায় নেওয়া হয়েছে। শীঘ্রই তারা দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন তিনি। গতকাল বাংলাদেশ সময় দুপুর ১২টা নাগাদ নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহসহ ২৮ নাবিককে স্থানান্তরের কাজ শুরু হয়। ৩৯ ঘণ্টা বাংকারে থাকার পর তাদেরকে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ মলদোভা হয়ে রোমানিয়ায় নিয়ে যাওয়া হয়। রোমানিয়া থেকে তাদেরকে পাঠানো হবে দেশে।
সূত্র জানায়, গতকাল স্থানীয় সময় শনিবার সকালে (বাংলাদেশ সময় দুপুর) একটি গাড়িতে করে ২৮ নাবিককে নিয়ে যাত্রা শুরু করেছে উদ্ধারকারী দল। তারা প্রথমে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ মালদোভায় পৌঁছান। সেখান থেকে রোমানিয়ায় সরিয়ে নেয়া হয়।
বাংলাদেশি নাবিকদের উদ্ধৃতি দিয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, পোল্যান্ডে বাংলাদেশের দূতাবাস আটকে পড়া নাবিকদের উদ্ধার ও দেশে ফেরত পাঠানোর কাজ করছে।
উল্লেখ্য, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পরিচালনায় থাকা ১৮০ মিটার দীর্ঘ বাল্ক ক্যারিয়ার ‘এমভি বাংলার সমৃদ্ধি’ তুরস্ক থেকে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরের জলসীমায় নোঙর করে। যুদ্ধ পরিস্থিতির কারণে ২৩ ফেব্রুয়ারি থেকে ওলভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। ফলে জাহাজের ২৯ নাবিক সেখানে নোঙর করা জাহাজে আটকা পড়েন। ২ মার্চ ইউক্রেনের স্থানীয় সময় বিকাল ৫টার কিছু পরে রকেট হামলায় জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিসুর রহমান নিহত হন। বাকি ২৮ জনকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাজ থেকে নামিয়ে বাংকারে রাখা হয়।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনের দুই শহরে আটকা ১০ বাংলাদেশি
পরবর্তী নিবন্ধগভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর