সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে চলছে মাসব্যাপী ফুল উৎসব। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ ফুল উৎসব যতই সময় গড়াচ্ছে, ততই পার্কে বাড়ছে দর্শনার্থীর উপচেপড়া ভিড়। ফুল উৎসবে আগত দর্শনার্থীর কাছে ২৮ দিনে টিকিট বিক্রি করে প্রায় দুই কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা আয় হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। একই সময়ে ডিসি পার্কের ফুলের সৌন্দর্য উপভোগ করতে এসেছে ৫ লাখ ২৫ হাজার দর্শনার্থী।
গতকাল শুক্রবার বিকেলে ডিসি পার্ক ঘুরে দেখা গেছে, পার্কজুড়ে দর্শনার্থীর উপচেপড়া ভিড়। আগত দর্শনার্থীদের এক–তৃতীয়াংশ এসেছে পরিবার–পরিজন নিয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করতে। নানা বর্ণের ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ ও বিমোহিত হয়েছেন তারা।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, মাসব্যাপী আয়োজিত ফুল উৎসব ৪ জানুয়ারি শুরু হয়, যা ৫ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। তবে জেলা প্রশাসকের নির্দেশনায় আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পর্যন্ত এই উৎসবের সময় বাড়ানো হয়েছে। ফুল উৎসব ঘিরে পার্কে তিনটি বিনোদন কেন্দ্রের পাশাপাশি ৪২টি দোকান বসেছে। উৎসবের টিকিটের মূল্য দর্শনার্থী প্রতি ৫০ টাকা। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত পার্কে ২৩ হাজার দর্শনার্থীর সমাগম হয়েছে। এতে আয় হয়েছে ১১ লাখ ৫০ হাজার টাকা। প্রতিদিন গড়ে ১৬ হাজার দর্শনার্থী ফুল উৎসবে দেখতে আসে।
জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও ডিসি পার্ক প্রকল্পের ব্যবস্থাপক মো. আলাউদ্দিন বলেন, ফুল উৎসবে বর্ণিল ফুলের পাশাপাশি দর্শনার্থীদের আকৃষ্ট করতে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত রেখেছেন তারা। সেই সঙ্গে রয়েছে পিঠা উৎসবও। গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী মাল্টিকালচালাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছেন ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পূর্ব তিমুর, ভুটান, মিয়ানমার, ইন্দোনেমিয়া, কম্বোডিয়াসহ ১৩টি দেশের শিক্ষার্থীরা। তারা প্রত্যেকে নিজ নিজ দেশের কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতি, মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এছাড়া গত বৃহস্পতিবার ডিসি পার্কের ফুল উৎসব মাতিয়ে গিয়েছেন শিরোনামহীন ব্যান্ডের শিল্পীরা। পাশাপাশি আগামী ৬ ফেব্রুয়ারি ফুল উৎসব ঘিরে এম এ আজিজ স্টেডিয়াম মাতাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউল, আর্বোভাইরাস, আর্টসেল, শিরোনামহীন, অ্যাভয়েডরাফা, তীরন্দাজ ও কাকতাল ব্যান্ডের শিল্পীরা। ডিসি পার্কে আগত দর্শনার্থীদের ওই অনুষ্ঠানে যেতে হলে ফুল উৎসবের টিকিটের পাশাপাশি টাকা দিয়ে আলাদা টিকিট কিনতে হবে। সামনের সারির টিকিটের দাম ৫০০ টাকা এবং পেছনের সারির ৩০০ টাকা।
সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অনুষ্ঠানের উপস্থাপক আব্দুুল্লাহ আল মামুন জানান, ফুলের মেলায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তারা বিমোহিত হয়েছেন। মেলা ঘিরে প্রতিদিন বাড়ছে দর্শনার্থীর ভিড়। মেলায় আগত দর্শনার্থীদের ভোগান্তি লাঘবে টিকিট কাউন্টার বৃদ্ধি করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানের দর্শনার্থীর পদভারে মুখর হয়ে উঠেছে ডিসি পার্ক। বন্ধের দিন ছাড়া অন্য দিনগুলোতেও পার্কে দর্শনার্থীর উপচেপড়া ভিড় রয়েছে। এর বাইরেও অনেক দর্শনার্থী কাজের চাপ এবং বিভিন্ন ব্যস্ততার কারণে এখনো ফুল উৎসবে আসতে পারেনি। তাদের কথা বিবেচনা করে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে ফুল উৎসব।