২৮টি চোরাই মোবাইল ও ৪টি চোরাই ল্যাপটপসহ চারজনকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। ধৃতরা হচ্ছেন মো. মজিবুর রহমান, তাসলিমা বেগম, ইমরান ও রিপন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বহদ্দারহাট সিটি কর্পোরেশন মার্কেট সংলগ্ন এলাকা হতে গতকাল তাদের গ্রেপ্তার করা হয় বলে সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।