২৮ কোটি ৭৫ লাখ টাকার ২৯ কেজি স্বর্ণ উদ্ধার, টেকনাফে আটক ২

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ১২ আগস্ট, ২০২৪ at ৬:১৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের টোকনাফে অভিযান চালিয়ে ২৯ কেজি স্বর্ণ এবং নগদ ২৬ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়েছে। স্বর্ণগুলোর বাজার মূল্য ২৮ কোটি ৭৫ লাখ টাকা। এ সময় চোরাচালান চক্রের দুইজন সদস্যকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

এর আগে গত শনিবার দিবাগত রাতে উপজেলার ফুলের ডেইল এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ ও নগদ টাকাসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন উখিয়া কুতুপালং ১৩ নম্বর ক্যাম্পের মৃত লিয়াকত আলীর ছেলে ইয়াহিয়া খান (৪৫) ও মিয়ানমারের মংডু সুইজা এলাকার বাসিন্দা মৃত মীর আহমেদের ছেলে আনোয়ার সাদেক (৪০)

লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মিয়ানমার হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা স্বর্ণের একটি বড় চালান একটি বাড়িতে লুকায়িত রেখেছে। ওই সংবাদে সাড়ে রাত ৮টার দিকে উত্তর ফুলের ডেইল গ্রামে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের ব্যাগ তল্লাশি করে ২৯ দশমিক ১৫ কেজি স্বর্ণ যার বাজার মূল্য ২৮ কোটি ৭৫ লাখ টাকা এবং বাংলাদেশি নগদ ২৬ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, চোরাকারবারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত ইয়াহিয়া খান মিয়ানমারের মংডু হতে মিয়ানমার নাগরিক আনোয়ার সাদেকের সহযোগিতায় স্বর্ণালংকার বাংলাদেশে পাচারের মাধ্যমে বিক্রি করার উদ্দেশ্যে মিয়ানমার হতে বাংলাদেশে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে সরকারি কর/শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয় বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধপোশাক বদলাচ্ছে পুলিশের, কর্মবিরতি প্রত্যাহার
পরবর্তী নিবন্ধ২৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন নাছির