২৮ অক্টোবর প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে

উত্তর জেলা আ. লীগের সভায় এম এ সালাম

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২০ অক্টোবর, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

কর্ণফুলীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধুর টানেলের উদ্বোধন উপলক্ষে আনোয়ারা প্রান্তে প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা গতকাল সকালে দোস্ত বিল্ডিং কার্যালয়ে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় এম এ সালাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যা দেশ বিরোধী একটি চক্র মেনে নিতে পারছে না। তারা চায় অতীতের ন্যায় দেশকে আবারো পেছনের দিকে নিয়ে যেতে।

তিনি আরো বলেন, এক সময়ের তলাবিহীন ঝুড়ি আজ দক্ষ নেতৃত্বগুণে বিশ্বে এখন রোল মডেল। এসব সাফল্যকে তুলে ধরতে আগামী ২৮ অক্টোবর সকাল ১০ টায় কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত স্বপ্নের বঙ্গবন্ধু টানেল উদ্বোধন শেষে শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। সভায় শুরুতে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। সভায় আগামী ২৮ অক্টোবর আনোয়ারায় প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে উত্তর জেলার ৭ উপজেলা থেকে ব্যাপক লোক সমাগম করার সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে মনিটরিং করার জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়। এছাড়াও আসন্ন শারদীয় দুর্গাপূজা যাতে সুন্দর ভাবে উদযাপিত হতে পারে সে ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন সহসভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, অ্যাড ফখরুদ্দিন চৌধুরী, মো. আবুল কালাম আজাদ, আফতাব উদ্দিন চৌধুরী, আবুল কাশেম চিশতি, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, মহিউদ্দিন বাবলু, ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, আবু তালেব, আফতাব খান অমি, আসম ইয়াছিন মাহমুদ, শওকত আলম, বেদারুল আলম চৌধুরী বেদার, ফোরকান উদ্দিন আহমেদ, মো. ইদ্রিস, ফেরদৌস হোসেন আরিফ, সরোয়ার হাছান জামিল, মো. সেলিম উদ্দিন, গোলাম রব্বানী, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, বখতেয়ার সাঈদ ইরান, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে আবদুল্লাহ আল বাকের ভুইয়া, অ্যাড. মোহাম্মদ আলী, ইকবাল হোসেন, এস এম রাশেদুল আলম, দিলোয়ারা ইউসুফ, শফিকুল ইসলাম, রওশন আরা রত্না, হারুন অর রশীদ, মো. শাহজাহান, নাছির উদ্দিন দিদার, নাছির উদ্দিন রিয়াজ, ফয়েজ আহমেদ বাদল, অ্যাড জুবাঈদা সরোয়ার নিপা, রূপক দেব অপু, জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধডা.শাহাদাতের সাথে মহানগর বিএনপির লিগ্যাল এইড কমিটির সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধজালালুদ্দিন রুমি: সুফিবাদী চিন্তার ধারক