২৮ অক্টোবর প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত করা হবে

দক্ষিণ জেলা আ. লীগের বর্ধিত সভায় নেতৃবৃন্দ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৬ অক্টোবর, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

কর্ণফুলীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আগামী ২৮ অক্টোবর দুপুর ১টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। উদ্বোধন উপলক্ষে আনোয়ারা কেইপিজেড মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হবে। এ জনসভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা গতকাল বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে সংগঠনের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ২৮ অক্টোবরের জনসভা সফল করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের আওতাধীন প্রতিটি উপজেলা ও ইউনিয়নে প্রচার কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত হয়। এজন্য মাইক প্রচার ও গণসংযোগ করা হবে ব্যাপকভাবে। প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে শুধু কেইপিজেড মাঠ নয়, পুরো আনোয়ারা উপজেলা জনসমুদ্রে পরিণত করা হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নজরুল ইসলাম চৌধুরী এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম আবুল কালাম, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি চেমন আরা তৈয়ব, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল মোতালেব, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আবদুল মান্নান, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান মুরাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআজ জামেয়া ময়দানে সফরের শেষ জুমায় ইমামতি করবেন আল্লামা সাবির শাহ
পরবর্তী নিবন্ধশিক্ষকরা সমৃদ্ধ জাতি গঠনের পথিকৃৎ