২৮ অক্টোবর নয়া পল্টন চায় বিএনপি, সিদ্ধান্ত জানায়নি ডিএমপি

| রবিবার , ২২ অক্টোবর, ২০২৩ at ৮:৩৫ পূর্বাহ্ণ

সরকার পতনের এক দফার চূড়ান্ত আন্দোলনে আগামী ২৮ অক্টোবর ঢাকার নয়া পল্টনের দলীয় কার্যালয়ের সামনের সড়কে জমায়েত হতে চায় বিএনপি। কর্মসূচি ঘোষণার তিন দিন পর গতকাল শনিবার এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) চিঠি দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। তবে ডিএমপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। খবর বিডিনিউজের।

বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, আমরা এসব বিষয়ে (সমাবেশ) ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে থাকি। এবারও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাইয়ের স্বাক্ষরে চিঠি দিয়েছি ব্যবস্থা গ্রহণের জন্য। ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেনও এই তথ্য নিশ্চিত করেছেন। আপনারা কী ভাবছেন, এই প্রশ্নে তিনি বলেন, আবেদন জমা পড়েছে। পরবর্তীতে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

২৮ অক্টোবরে কর্মসূচি নিয়ে শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমানও। তিনি বলেছেন, সমাবেশের অধিকার সবার রয়েছে। পুলিশ সেখানে নিরাপত্তাও দিয়ে থাকে। কিন্তু এসবের আড়ালে যদি কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন এবং ঢাকার ২ কোটি ২৪ লাখ নাগরিকের জানমালের শঙ্কা দেখা দেয়, এমন যে কোনো পরিস্থিতি অত্যন্ত কঠোর হাতে দমন করা হবে।

এদিকে আগামী ২৮ অক্টোবরের এই সমাবেশকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। গত কয়েক মাস ধরে রাজধানীতে বিএনপির কর্মসূচির দিন ক্ষমতাসীন দলের কর্মসূচি থাকছে। এবারও সেদিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ রেখেছে আওয়ামী লীগ। ইতোমধ্যে ক্ষমতাসীন দলের নেতারা বিএনপিকে ২০২২ সালের ১০ ডিসেম্বরের ঘটনাপ্রবাহ স্মরণ করিয়ে দিয়েছেন।

২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপি নয়াপল্টনে বিভাগীয় সমাবেশ করতে চেয়েছিল। তবে পুলিশ অনুমতি দেয়নি। ৭ ডিসেম্বর দলীয় কার্যালয়ের সামনে ব্যাপক সংঘর্ষ হয়। এরপর সমাবেশ স্থল ঠিক হয় সায়েদাবাদের গোলাপবাগে। প্রায় এক বছর আগের সেই দিনটিতে ঢাকায় বিএনপি বিভাগীয় সমাবেশ ডেকেছিল। সেদিন থেকে ‘বেগম খালেদা জিয়ার নির্দেশে দেশ চলবে’ বলে দলের নেতাদের পক্ষ থেকে বক্তব্য আসার পর রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি সেই সমাবেশটিও করতে চেয়েছিল নয়াপল্টনে। তবে পুলিশের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হওয়ার পরামর্শ দেওয়া হয়।

প্রায় এক বছর আগের সেই দিনটিতে ঢাকায় বিএনপি বিভাগীয় সমাবেশ ডেকেছিল। সেদিন থেকে ‘বেগম খালেদা জিয়ার নির্দেশে দেশ চলবে’ বলে দলের নেতাদের পক্ষ থেকে বক্তব্য আসার পর রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি সেই সমাবেশটিও করতে চেয়েছিল নয়াপল্টনে। তবে পুলিশের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হওয়ার পরামর্শ দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রশ্ন না শুনেই ‘হ্যাঁ’ বলে দিয়েছিলেন বাইডেন: হোয়াইট হাউজ
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যজুড়ে লাখো মানুষের ফিলিস্তিনপন্থী বিক্ষোভ