২৮নং পাঠানটুলী ওয়ার্ড আ.লীগের মানববন্ধন

| বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২০ at ১০:৫০ পূর্বাহ্ণ

২৮নং পাঠানটুলী ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে ২৮নং পাঠানটুলী ওয়ার্ড যুবলীগ নেতা মারুফ চৌধুরী মিন্টু হত্যার প্রতিবাদে মানববন্ধন নগরীর বাদামতলী মোড়ে গতকাল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের সাবেক সদস্য ওবায়েদুল কবির মিন্টু। সঞ্চালনা করেন ওয়ার্ড যুবগলীগের সভাপতি হাজী আবদুল মান্নান। বক্তব্যে রাখেন আবদুর রহিম রাজু, সালাহ উদ্দিন সরকার, জানে আলম, মাসুদ খান খোকন, দেলোয়ার রশিদ, হারুনুর রশিদ, আলমগীর চৌধুরী আলো, অভিউর রহমান কামাল, আসাদ রায়হান, রাকিব রাহি, সজিব উল্যাহ অভি। আরও উপস্থিত ছিলেন, দিদার উল্যাহ দিদু, মহিউদ্দিন, আবদুল নবী, সরোয়ার খান, শহীদুল ইসলাম বুলবুল, সোলেমান মিঞা, লোকমান হোসেন, মুজিবুর রহমান, মুজিব উল্যাহ, আলমগীর হোসেন, নুরুন নবী, কামাল হোসেন, খায়ের, গিয়াস উদ্দিন, রাসেল, বাপ্পী, আব্দুল রাকিব, সামশুল আরেফীন, জহিরুল ইসলাম জীবন, মালেক, ফারুক চৌধুরী, সোহেল হাওলাদার, একে মাহমুদ রবিন, মুহাম্মদ ইব্রাহিম, আলমগীর কবির, আলাউদ্দিন অভি, আরিফ উল্যাহ, মিনহাজ, আসিফ তানভীর, মোবাশ্বর আলী ইমতিয়াজ, এনাম, রোমান, সীমান্ত চৌধুরী, হৃদয় চৌধুরী, জিদান গাজী, হেলাল খান ফাহিম, তানজিদ শাওন, নাঈম হাসান আকাশ, সাজ্জাদ হোসেন আলভী, সানি, রাকিব, সানজিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজননেত্রী শেখ হাসিনা পরিষদের সভা
পরবর্তী নিবন্ধরাউজানে মুনিরীয়াপন্থীদের অবস্থান প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ