২৮তম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলনের পর্দা নামল

| শনিবার , ১ মার্চ, ২০২৫ at ১১:১৮ পূর্বাহ্ণ

সারং রাগের সুর, বসন্ত রাগের মন রাঙানিয়া এবং কৌশিক ধ্বনির অপার্থিব সুরে গতকাল শুক্রবার দুই দিনব্যাপী পাঁচ পর্বের ২৮তম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন২০২৫ এর পর্দা নামল। সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের নিয়মিত এই বাৎসরিক আয়োজন ২৭ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে। গতকাল শেষ দিবসের প্রভাতি অধিবেশন শুরু হয় সকাল ৯টায়। এতে প্রথমে বৃন্দাবনী সারং রাগে ছোট খেয়াল পরিবেশন করেন হৃষিতা মল্লিক। এতে সহযোগিতা করেন তবলায় রাজিব চক্রবর্তী, হারমোনিয়ামে প্রমীত বড়ুয়া ও তানপুরায় রুচিরা বড়ুয়া।

এরপরে দ্বৈত তবলা লহড়া, পরিবেশন করেন দেবব্রত সেন স্বপ্নীল এবং মো. হোসাইন চিশতি। এতে হারমোনিয়ামে নাগমা বাজিয়ে সহযোগিতা করেন তাদের গুরু শিল্পী পলাশ দেব। এই অধিবেশনের সর্বশেষ পরিবেশনা ভীমপলশ্রী রাগে খেয়াল, পরিবেশন করেন আনন্দী সেন। তবলায় সহযোগিতা করেন সুরজিৎ সেন, হারমোনিয়ামে প্রমিত বড়ুয়া এবং তানপুরায় মীর এনায়েত উল্লাহ সানি। এরপর চতুর্থ অধিবেশনে বিষয় ছিল, তবলার বোলবাণী শিক্ষার সাথে লয় সাধনার গুরুত্ব। প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরীর সভাপতিত্বে এই সেমিনারে তত্ত্বীয় ও ব্যবহারিক দিক তুলে ধরে মূল বিষয়টি উপস্থাপন করেন সমীর আচার্য।

সম্মেলনের পঞ্চম ও অন্তিম অধিবেশন শুরু হয় সন্ধ্যা ৬টায়। অধিবেশন উদ্বোধন করেন রিয়াজ ওয়ায়েজ। এই সন্ধ্যার শুরুতে আনন্দী সংগীত একাডেমির শিক্ষার্থীবৃন্দ ত্রিতালে সমবেত তবলা লহড়া পরিবেশন করেন। এরপর একক পরিবেশনা। প্রথমে মোহন বীণায় রাগ সুধ বসন্ত পরিবেশন করে সত্যিকারের বসন্ত ঋতুর পরিবেশ যেন তৈরি করে দিলেন চট্টগ্রামের শিল্পী দোলন কানুনগো। এরপর তিনি পরিবেশন করলেন যোগকোষ রাগে একটি ধুন। সাথে যথাযথ তবলা সঙ্গত করলেন সজীব বিশ্বাস। পরের শিল্পী চট্টগ্রামের প্রমিত বড়ুয়া। তিনি ইমন রাগে খেয়াল পরিবেশন করলেন। তার বিস্তার অংশে শান্তির ছোঁয়া পাওয়া যায়। এতে সহযোগী ছিলেন তবলায় রাজিব চক্রবর্তী। হারমোনিয়ামে রাজিব দাশ, তানপুরায় মীর মো. এনায়েত উল্লাহ্‌ সানি ও চিন্ময় চৌধুরী।

সর্বশেষ শিল্পী জয়দীপ ভঞ্জ চৌধুরী। তিনি সেতারে পরিবেশন করলেন রাগ কৌশিক ধ্বনি। তার সাথে তবলায় সমীর আচার্য। দুজনের অপূর্ব যুগলবন্দী দীর্ঘমেয়াদি সুরের রেশ রেখে গেলেন। সমস্ত শ্রোতাকুলের আবার সেই আগামী বছরের সম্মেলনের জন্য যেন শুরু হয়ে গেল অপেক্ষার পালা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাবিসাসের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধনেপালে শক্তিশালী ভূমিকম্প