কঠোর লকডাউনে অসহায় রোগীকে নিজে গাড়ি দিয়ে হাসপাতালে পৌঁছে দেয়া থেকে শুরু করে সার্বিক বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন। এ পর্যন্ত তিনি ২৭ অসুস্থ রোগীকে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা প্রদান করে হাসপাতালে প্রেরণ করেছেন। জানা যায়, গণপরিবহন বন্ধ থাকার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন সংকট থাকায় প্রতিদিনই অসুস্থ লোকজনকে হাসপাতাল যেতে বিপাকে পড়তে হচ্ছে। এমন পরিস্থিতিতে নিজের অর্থ ও পরিশ্রম দিয়ে নিজেই অ্যাম্বুলেন্স ভাড়া করে অসুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন। নিজেই গাড়ি চালিয়ে গ্রাম অঞ্চল থেকে অসুস্থ গর্ভবতী মহিলাসহ অসুস্থ রোগীদের পৌঁছে দিচ্ছেন হাসপাতালে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দিনের ২৪ ঘণ্টা তার ফোন নাম্বারে (০১৮১৫-৬৭২৪১৪) কল করে কেউ সাহায্য চাইলে তিনি অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হবেন, পৌঁছে দেবেন হাসপাতাল কিংবা চিকিৎসকের কাছে।