২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করে এবারের লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) নভেম্বর–ডিসেম্বরে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ৬ বছরে চতুর্থবারের মতো বছরের শেষ দিকে হতে যাচ্ছে টুর্নামেন্টটি। ফ্র্যাঞ্চাইজি এই প্রতিযোগিতার ষষ্ঠ আসরের পর্দা উঠবে আগামী ২৭ নভেম্বর।
চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এক বিবৃতিতে শুক্রবার এটি নিশ্চিত করেছে লঙ্কান বোর্ড–এসএলসি। শ্রীলঙ্কার ঘরোয়া এই টি–টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচগুলো হবে তিনটি ভেন্যুতে–কলম্বো, ক্যান্ডি আর ডাম্বুলায়। লঙ্কা প্রিমিয়ার লিগের সবশেষ দুই আসর হয়েছিল জুলাই–অগাস্ট সময়ে। কিন্তু এবার বছরের শেষ দিকে ফিরছে তারা টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির কথা ভেবে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বৈশ্বিক আসর যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আসছে এলপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি যোগ করার কথা ভাবছে কর্তৃপক্ষ। গত পাঁচ আসর পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে হয়েছিল– কলম্বো, গল, ক্যান্ডি, ডাম্বুলা ও জাফনা।