২৭ দিন পর আজ চালু হচ্ছে আন্তঃনগর ট্রেন

সুবর্ণ-পাহাড়িকা ও বিজয় এক্সপ্রেস ছাড়া চট্টগ্রাম থেকে ছাড়বে ৭টি আন্তঃনগর

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ আগস্ট, ২০২৪ at ৭:৩৯ পূর্বাহ্ণ

সারা দেশে ফের আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। গত তিনদিন ধরে অনলাইনে টিকিট বিক্রি করা হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ ২৭ দিন পর সচল হচ্ছে আন্তঃনগর ট্রেনের চাকা।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার (আজ) থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া আছে।

রেলওয়ের পরিবহন বিভাগ থেকে জানা গেছে, চট্টগ্রাম থেকে প্রতিদিন ১০টি আন্তঃনগর ট্রেন চলাচল করলেও আজ ১৫ আগস্ট চট্টগ্রাম থেকে ৭টি আন্তঃনগর ট্রেন ঢাকাসিলেটচাঁদপুরসহ দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। সুবর্ণ এক্সপ্রেস, পাহাড়িকা ও বিজয় এক্সপ্রেসের রেক চট্টগ্রামে না থাকায় এই ৩টি ট্রেন আজ চট্টগ্রাম থেকে ছাড়বে না।

চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান আজাদীকে বলেন, বৃহস্পতিবার (আজ) প্রথমে চট্টগ্রাম স্টেশন থেকে বেলা সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে মহানগর এক্সপ্রেস। এরপর বেলা ৩টায় মহানগর গোধুলী, বিকাল ৪টা ৪৫ মিনিটের ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে সোনার বাংলা এক্সপ্রেস, সন্ধ্যা ৬টায় চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে মেঘনা, এরপর রাতে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে উদয়ন, রাতে ছাড়বে তুর্ণা নিশীথা। এছাড়াও ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

সুবর্ণ এক্সপ্রেসের রেক ঢাকায় থাকায় আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে সুবর্ণ এক্সপ্রেস ছাড়বে না। একই ভাবে পাহাড়িকা এক্সপ্রেসের রেক সিলেটে থাকায় এবং বিজয় এক্সপ্রেসের রেক জামালপুর থাকায় পাহাড়িকা ও বিজয় এক্সপ্রেস আজ চট্টগ্রাম থেকে যাবে না বলে জানান স্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান।

এর আগে গত ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।

গত ১৮ জুলাই থেকে দেশের বিভিন্ন পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়। এরমধ্যে গত ১ থেকে ৩ আগস্ট সীমিত পরিসরে কমিউটার ট্রেন চালু হয়। পরে ৪ আগস্ট রাতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা