সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় নগরীর ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৬ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন। জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, করোনা ঠেকাতে দেশজুড়ে লকডাউন চলছে। যেটি আগামী ১৬ মে পর্যন্ত চলবে। এর মধ্যে ৭টি শর্তে চট্টগ্রামসহ সারাদেশে দোকানপাট ও শপিং মল খোলা রাখার অনুমতি দেয়া হয়। সে অনুযায়ী ব্যবসায়ীরা ব্যবসা করছেন। ক্রেতারাও স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করছেন। কিন্তু কিছু কিছু ক্রেতা-বিক্রেতা বিধিনিষেধ মানছেন না। সোমবারের অভিযানে এমন ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। লকডাউন বলবৎ থাকা পর্যন্ত এমন অভিযান চলবে বলে জানান ম্যাজিস্ট্রেট উমর ফারুক।