ব্রাহ্মণবাড়িয়া ‘অতিরিক্ত গরমে’ রেললাইন বেঁকে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের সাতটি বগি ২৭ ঘণ্টায় উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে বগিগুলোর উদ্ধার কাজ শেষ হয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম। তবে দুর্ঘটনার কারণে বন্ধ থাকা আপ লাইনে ট্রেন চলাচল শুরু করতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। খবর বিডিনিউজের।
গত বৃস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী কন্টেনার ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় ৫০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়, স্লিপারও ভেঙে যায়।
স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, লাইনচ্যুত বগিগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বিকাল ৪টা নাগাদ উদ্ধার কাজ শেষ হয়। এখন ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত এবং স্লিপার বসানোর কাজ চলছে। এ কাজ শেষ হতে আরও সময় লাগবে। কাজ শেষ হলে আপাতত ২০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হবে আপ লাইনে। আশা করা হচ্ছে, রাতের মধ্যেই আপ লাইনে ট্রেন চালানো যাবে।
প্রাথমিকভাবে ট্রেনের বগি পড়ে যাওয়ার কারণ হিসেবে অতিরিক্ত গরম রেললাইন বেঁকে যাওয়া বলে মনে করা হলেও অধিকতর তদন্তের জন্য ঢাকা রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এক লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় শিডিউল বিপর্যয় ঘটে পূর্বাঞ্চল রেলপথে চলাচলকারী প্রায় সবকটি ট্রেন বিলম্বে যাতায়াত করছে।