সিলেট টেস্টের তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে ফিরেছে বাংলাদেশ। তবে প্রথম ইনিংসে পিছিয়ে থাকায় কার্যত তাদের স্কোর এখন ৪ উইকেটে ১১২ রান। দুইশর কাছাকাছি গিয়েও তাই স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ নেই। মুমিনুল হক বললেন, আরও ১৬০ থেকে ১৯০ রান করতে পারলে ভালো অবস্থানে যেতে পারবেন তারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে ব্যাটে–বলে লড়াই জমেছে বেশ। সারা দিনে ওয়া ৪৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৭ করে বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান আরও ভালো হতে পারত, যদি মোমিনুল ও মাহমুদুল হাসান জয় ইনিংস বড় করতে পারতেন। একই সাথে যদি অল্পতেই না ফিরতেন মুশফিকুর রহিম। উইকেটে থিতু হয়েও হাফ সেঞ্চুরি করতে পারেননি মোমিনুল। ৪৭ রান করে ড্রেসিং রুমে ফিরেন অভিজ্ঞ ব্যাটসম্যান। আলোকস্বল্পতায় আগেভাগে খেলা শেষ হওয়ার আগে ৬০ রানে অপরাজিত থাকেন নাজমুল হোসেন শান্ত। জাকের আলি আজকের দিন শুরু করবেন ২১ রান নিয়ে ।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মোমিনুল বলেন, শান্ত–জাকেরসহ বাকি ব্যাটসম্যানদের ওপর বিশ্বাস আছে তার। তিনি বলেন জিম্বাবুয়ের সামনে লক্ষ্য তিনশ রান হলে খুব ভালো। তিনশ যদি না হয়, ২৭০ অথবা ২৮০ রান হলেও চলবে। আর ৩০০ রান হলে অনেক ভালো হবে। ভালো অবস্থানে চলে যাব আমরা। মোমিনুল অবশ্যই তিনশর কাছাকাছি যেতে আত্মবিশ্বাসী। কারণ শান্ত–জাকেরের পর টেইলএন্ডার যারা আছে তাদের মধ্যে তাইজুল–হাসান মাহমুদরাও ব্যাটিং করতে পারে। এজন্য আত্মবিশ্বাস একটু বেশি। গতকাল মঙ্গলবার দিনের শুরুতে বৃষ্টিতে হারিয়ে যায় প্রথম সেশন। নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর শুরু হয় খেলা। সব মিলিয়ে হয় শুধু ৩ ঘণ্টা ২২ মিনিট। আবহাওয়ার পূর্বাভাসে চতুর্থ দিনেও আছে বৃষ্টির শঙ্কা। মেঘলা কন্ডিশনে ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচিদের চ্যালেঞ্জ সামনে বড় লক্ষ্য দেওয়ার কাজ সহজ হবে না শান্ত–জাকেরদের জন্য। সব কিছু মাথায় রেখেই ব্যাটিংয়ের তাগিদ দিলেন মোমিনুল। যারা ব্যাটিং করছে, তারপর মিরাজ আছে, অনেক হিসেব করে ব্যাটিং করতে হবে। কালকে সকালে খেলাটা হয়তো অনেক কঠিন হয়ে আসবে। ওই সময়টায় খুব হিসেবী ব্যাটিং করতে হবে। একটা সময় খেলাটা হয়তো ছাড়বে। তখন আমরা ধরব। ওই গুরুত্বপূর্ণ মুহূর্ত যতক্ষণ থাকবে, লম্বা সময় মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে। আমার ও শান্তর যেমন পঞ্চাশ রানের জুটি হয়েছিল, সেখান থেকে বের হয়ে গেছি। ওইরকম আরেকটা মুহূর্ত আসবে। ওই সময়ে পঞ্চাশ রানের জুটিকে দেড়শ বা দুইশ রানে নিতে পারলে ৩০০ এর কাছাকাছি লক্ষ্য দেওয়া সম্ভব। তৃতীয় দিন অর্ধেকের বেশি ওভার ভেসে যাওয়ায় বুধবার নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে সকাল ৯টা ৪৫ মিনিটে শুরু হবে খেলা।