২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা পরের রাউন্ডের দ্বারপ্রান্তে চট্টগ্রাম বিভাগ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৮ অক্টোবর, ২০২২ at ৫:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে যেসব জাতীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে সে সব প্রতিযোগিতায় চট্টগ্রামের প্রাপ্তিটা বরাবরই শূন্য। সাঁতার, হ্যান্ডবল, ব্যাডমিন্টন সহ বিভিন্ন ইভেন্টে দেখা গেছে সেটি। এবারে দীর্ঘ দিন পর শুরু হওয়া জাতীয় যুব হকিতেও নিজেদের ভেন্যুতে চরম ব্যর্থ স্বাগতিক চট্টগ্রাম। কেবল আয়োজন নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে চট্টগ্রামকে। নিজেদের গ্রুপের প্রথম ম্যাচেই কক্সবাজার জেলা দলের কাছে ৬-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। এই গ্রুপ থেকে কক্সবাজার জেলা দল পৌছে গেছে পরের রাউন্ডে। তবে চট্টগ্রাম জেলা দল ব্যর্থ হলেও চট্টগ্রাম বিভাগীয় দল তাদের সম্ভাবনা জিইয়ে রেখেছে। টানা দুই ম্যাচে জয় পাওয়া চট্টগ্রাম বিভাগীয় দল আজ ড্র করলেই চলে যাবে পরের রাউন্ডে। গতকাল ছিল স্বাগতিক চট্টগ্রামের জন্য আনুষ্টানিকতার এক ম্যাচ। আর সে ম্যাচে দুর্বল রাঙ্গামাটি জেলা দলকে নিয়ে খেলল চট্টগ্রাম। জানা গেছে রাঙ্গামাটি দলটি গঠন করা হয়েছে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের খেলোয়াড়দের নিয়ে। আয়োজক চট্টগ্রামের কোন কর্মকর্তা এই দলটি গঠন করেছে। আর সে দলকে নিয়ে গতকাল খেলল চট্টগ্রাম। ১৭-০ গোলে জিতেছে চট্টগ্রাম জেলা দল। জাতীয় প্রতিযোগিতা গুলোতে ক্রমশ পিছিয়ে পড়ছে চট্টগ্রাম। অভিযোগ উঠেছে বাংলাদেশ হকি ফেডারেশন এই প্রতিযোগিতার ঘোষনা অনেক আগে দিলেও চট্টগ্রাম জেলা দল মাত্র কদিন অনুশীলন করে মাঠে নামে। যার পরিনতি ভোগ করতে হয়েছে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়ে। এভাবে চলতে থাকলে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় চট্টগ্রামকে কেবলই অংশগ্রহণকারী হিসেবে থাকতে হবে বলে মনে করছেন ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টরা। অবশ্য আগের দিন রাঙ্গামাটি জেলা দলকে হকি শিখিয়েছে কঙবাজার জেলা দল। এক পর্যায়ে তারা গোল রক্ষক ছাড়াই খেলেছে। কারন রাঙ্গামাটির খেলোয়াড়রা বল নিয়ে কঙবাজার দলের সীমানায়ও যেতে পারছিলনা। গতকালের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে চট্টগ্রামের সাব্বির রহমান। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল।
এর আগে গতকাল দিনের প্রথম খেলায় নোয়াখালী জেলা দল ১-০ গোলে ফেনী জেলা দলকে পরাজিত করে। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের খেলোয়াড় সাগর দাশ। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম খান। এছাড়া দিনের তৃতীয় ম্যাচে চট্টগ্রাম বিভাগ ৩-০ গোলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডকে পরাজিত করে। আগের দিন নিজেদের প্রথম ম্যাচেও জয়লাভ করেছিল চট্টগ্রাম বিভাগ। আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নোয়াখালী জেলা দলের সাথে ড্র করতে পারলেই পরের রাউন্ডে যাবে চট্টগ্রাম বিভাগীয় দল। এই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের রিক্ত দাশ। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস হকি কমিটির সম্পাদক মোঃ লুৎফুল করিম সোহেল ।

পূর্ববর্তী নিবন্ধসিসিএল সামার ডে ক্রিকেট ফেস্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধপ্রথম দিনে ৭টি খেলা সম্পন্ন