২৬ মার্চ চীন যাচ্ছেন ইউনূস, শির সঙ্গে বৈঠক ২৮ মার্চ

| শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৫:৪৩ পূর্বাহ্ণ

চার দিনের সফরে আগামী ২৬ মার্চ চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন, ২৮ মার্চ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে তার। খবর বিডিনিউজের।

২৬ মার্চ বিকালে প্রধান উপদেষ্টা চীনের উদ্দেশে যাত্রা করবেন। ২৭ মার্চ তিনি বক্তৃতা করবেন বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্সে। মুখপাত্র বলেন, এদিন বিকালে চীনের স্টেট কাউন্সিলের এঙিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ রয়েছে প্রধান উপদেষ্টার। এরপর ২৯ মার্চ সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দেবেন ইউনূস। দেশে ফিরবেন ওই দিন রাতেই। পরে সংবাদ সম্মেলন করে সফরের বিস্তারিত জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধকম সৌভাগ্যবান মানুষদের জন্য কাজ করার নামই লায়নিজম
পরবর্তী নিবন্ধহকারদের দখলে ফুটপাত, ঈদের কেনাকাটায় দুর্ভোগ