নির্মাণাধীন নতুন শহীদ মিনারে ঝুঁকি থাকায় ও সৌন্দর্য বর্ধনের কাজ শেষ না হওয়ায় চট্টগ্রামে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতাও অস্থায়ী শহীদ মিনারে পালনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান নতুন শহীদ মিনারের নির্মাণকাজ পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে থাকা মুক্তিযোদ্ধাদের প্রতিনিধি ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়। পরিদর্শন শেষে নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুলের মাঠে অস্থায়ী শহীদ মিনারে ২৬ মার্চের আনুষ্ঠানিতা পালনের সিদ্ধান্তের কথা জানান নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম। তিনি বলেন, শহীদ মিনারের নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে প্রকল্প কাজে সংশ্লিষ্ট প্রকৌশলীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের ক্ষেত্রে সাইট সেফটির বিষয়ে নিশ্চয়তা দিতে পারেননি। খবর বিডিনিউজের।
শহীদ মিনারের নির্মাণাধীন স্থানের ঝুঁকি ও সৌন্দর্য বর্ধনের জন্য অপ্রতুল সময় বিবেচনায় আসন্ন মহান স্বাধীনতা দিবস নতুন শহীদ মিনারে পালন না করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল মালেক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ, মুক্তিযোদ্ধা সংসদের মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদসহ উপস্থিত সকলে একমত পোষণ করেন বলেও জানান তিনি। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, ২৬ মার্চের মধ্যে আনুষঙ্গিক কাজ শেষ করা সম্ভব হবে। গত ৭ ফেব্রুয়ারি শহীদ মিনার ও সাংস্কৃতিক কমপ্লেঙের পরিদর্শনে গিয়ে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী দ্রুত নির্মাণ কাজ শেষের তাগাদা দেন।