২৬ টন চিনি ও সাড়ে ১৭ টন মসুর ডালসহ গ্রেপ্তার ৩

বাকলিয়া ও চাক্তাইয়ে পৃথক অভিযান

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

নগরের বাকলিয়া ও চাক্তাই এলাকায় পৃথক অভিযানে ২৬ টন চিনি ও সাড়ে ১৭ টন মসুর ডালসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গত সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে চাক্তাই এলাকা থেকে ট্রাক ড্রাইভার মো. আরিফুল ইসলাম ও হেলপার মো. আজম মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে মো. জসিমের গোডাউন থেকে সাড়ে ১৭ টন মসুর ডাল এবং একটি ট্রাক উদ্ধার করা হয়। একটি সংস্থার জন্য বরাদ্দকৃত এসব ডাল আত্মসাৎ করার উদ্দেশে গাড়ির নাম্বার প্লেট পরিবর্তন করে বাকলিয়ায় নিয়ে আসে বলে সিএমপির সাংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আগের দিন সোমবার কল্পলোক আবাসিক ২ নম্বর রোর্ড পোর্টসিটি সংলগ্ন খালপাড় এলাকা থেকে ২৬ টন চিনিবোঝাই দুটি কাভার্ডভ্যানসহ মো. বেলালকে নামে একজনকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত একটি ইন্ডাস্ট্রিজ থেকে নিয়ে আসা এসব চিনি কালুরঘাট বিসিক শিল্প এলাকার একটি ফ্যাক্টরিতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু চালক চিনি আত্মসাৎ করার উদ্দেশ্যে বাকলিয়া চলে আসে।

পূর্ববর্তী নিবন্ধচাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসে ভিড়, অন্যান্য ট্রেন স্বাভাবিক
পরবর্তী নিবন্ধমোহরা শিল্প এলাকায় ইউনাইটেড কেমিক্যালে দুর্ধর্ষ চুরি