২৬ গণপরিবহনকে ৪৫ হাজার টাকা জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায়

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ নভেম্বর, ২০২১ at ১১:২৭ পূর্বাহ্ণ

নগরীর কালামিয়া বাজার, নতুন ব্রিজ ও মইজ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়, লাইসেন্সবিহীন গাড়ি চালনা, ডকুমেন্ট মেয়াদোত্তীর্ণসহ নানান অভিযোগে ২৬ যানবাহনকে মামলা দিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ। গতকাল মঙ্গলবার বিআরটিএর দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথক এসব অভিযান পরিচালনা করেন।
বিআরটিএ সূত্রে জানা গেছে, নগরীর কালামিয়া বাজার ও নতুন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করেন বিআরটিএ আদালত-১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার। অভিযানে ১৫ যানবাহনকে মামলা ও ২৯ হাজার টাকা জরিমানা করেন তিনি। এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুইটি সিএনজিচালিত বাসকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে ১১ যানবাহনকে মামলা ও ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন বিআরটিএ আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমা।

পূর্ববর্তী নিবন্ধমিথ্যা ঘোষণায় আনা পণ্যের চালান জব্দ
পরবর্তী নিবন্ধহিলভিউতে সাজাপ্রাপ্ত দম্পত্তি গ্রেপ্তার