মুজিব বর্ষ উপলক্ষে ঢাকায় শুরু হয়েছে ২৬তম জাতীয় কারাতে প্রতিযোগিতা। আগামীকাল পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নিতে ২৩ সদস্যের চট্টগ্রাম জেলা কারাতে দল এরই মধ্যে ঢাকা অবস্থান করছে। গত ৭ ডিসেম্বর সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীনের সাথে চট্টগ্রাম জেলা কারাতে দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সিজেকেএস কারাতে কমিটির কর্মকর্তাবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সিজেকেএস কারাতে কমিটির চেয়ারম্যান শাহজাদা আলম, ভাইস চেয়ারম্যান শেখ মো. দিদার উদ্দীন, সম্পাদক দিদারুল আলম মাসুমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।