২৫ মার্চের পর পলিথিন ব্যবহার করলে কঠোর ব্যবস্থা : মেয়র

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ৭:৩৯ অপরাহ্ণ

আগামী ২৫ মার্চের পর কোনো দোকানদারের কাছে পলিথিন পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

আজ সোমবার (১৪ মার্চ) সকালে রিয়াজউদ্দিন বাজারে পলিথিন ব্যবহার বন্ধে পরিচালিত প্রচারণা অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম, শৈবাল দাশ সুমন, সংরক্ষিত কাউন্সিলর নীলু নাগসহ রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

মেয়র বলেন, শুধুমাত্র বন্দর নগরী চট্টগ্রামে এক কোটিরও বেশি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করে ফেলে দেয়া হয়। এসব পলিথিনের কারণে ড্রেন, নালা-নর্দমা, খাল, ডোবা ইত্যাদিভরাট হয়ে পানির প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার প্রকোপ বৃদ্ধি পায়। তাই জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার জন্য আসুন আমরা সবাই পলিথিনকে না বলি।

মেয়র বলেন, সরকার ইতোমধ্যে পলিথিনের কারখানা বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। রিয়াজউদ্দিন বাজারসহ সকল পাইকারি বাজারে পলিথিন বিক্রি বন্ধ হলে একটি আধুনিক পরিবেশ বান্ধব শহরে পরিণত হবে চট্টগ্রাম।

ক্ষোভ প্রকাশ করে মেয়র বলেন, পলিথিন বা প্লাস্টিক ব্যবহারের কুফল বা ক্ষতিকর বিষয়ে নগরবাসীকে বারবার সচেতন করা হলেও বিষয়টি অনেকে আমলে নিচ্ছে না। পলিথিন ব্যবহারের ব্যাপারে চসিক কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়ার পর ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে সময়সীমা বেশ কয়েকবার বাড়ানো হয়েছে। তাই আগামী ২৫ মার্চের আগে পলিথিন যাদের আছে তা সরিয়ে নিয়ে বিকল্প চটের বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে শেষ সময়সীমা বেঁধে দেয়া হলো। এরপর যাদের কাছে পলিথিন পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধফুটপাতে দখল করায় সাড়ে ৭২ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় আগুনে পুড়েছে বসতঘর, ব্যাটারিচালিত রিকশা