২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি

ফয়’স লেক বধ্যভূমিতে আলোক প্রজ্বলন ও শ্রদ্ধা নিবেদন

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৬ মার্চ, ২০২৪ at ৫:৩০ পূর্বাহ্ণ

জাতীয় গণহত্যা দিবস গতকাল সোমবার সারাদেশের ন্যায় চট্টগ্রামেও পালিত হয়েছে। জেলা প্রশাসন এবং বিভিন্ন সংগঠন এ উপলক্ষে নানা কর্মসূচির মাধ্যমে পালন করে।

চট্টগ্রাম জেলা প্রশাসন : জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর ফয়’স লেক বধ্যভূমিতে শহীদদের স্মরণে আলোক প্রজ্বলনের আয়োজন করা হয়। আলোক প্রজ্বলন করেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরেআলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরোয়ার কামাল, জেলা শিল্পকলা একাডেমি, কেজিডিসিএল ও অন্যান্য প্রতিষ্ঠান। এছাড়া দিবসটি উপলক্ষে রাত ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে (কেপিআই ও জরুরি স্থাপনা ব্যতীত) ১ মিনিটের জন্য প্রতীকি ব্ল্যাক আউট পালন করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : জাতীয় গণহত্যা দিবস স্মরণে গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চবি উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের এবং উপউপাচার্যদ্বয় বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সাথে নিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন চবি ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) মোহাম্মদ হোসেন।

বোধন : জাতীয় গণহত্যা দিবস স্মরণে বোধন গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর ডা. খাস্তগীর স্কুলের সামনে অনুষ্ঠনের আয়োজন করে। এতে কথামালায় অংশ নেন, ডা. মাহফুজুর রহমান, অধ্যাপক হোসাইন কবির, অধ্যাপক মুজিব রাহমান, বাসুদেব সিনহা, সুবর্ণা চৌধুরী, ইসমাঈল সোহেল। এসময় বক্তারা ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি জানান। উপস্থাপনায় ছিলেন বোধনের প্রচার সম্পাদক বিপ্লব কুমার শীল। শুরুতে মঙ্গল প্রদীপ হাতে বৃন্দ আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে ভয়াল এ কালরাত্রির বিভীষিকাময় মুহূর্ত স্মরণ করা হয়। পরে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন বোধনের শিশুবিভাগের শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধব্যাংকের ভল্ট থেকে পাঁচ কোটি টাকা গায়েব, ৩ কর্মকর্তা কারাগারে
পরবর্তী নিবন্ধনামীদামি ব্র্যান্ডের মোড়কে নকল জুতা