২৫ বছর পর ফের বাবুলের কণ্ঠে ‘খোয়া খোয়া চাঁদ’

| রবিবার , ২৮ জানুয়ারি, ২০২৪ at ১০:৪৫ পূর্বাহ্ণ

নব্বই দশকের শেষের দিকে ‘খোয়া খোয়া চাঁদ’ গেয়ে সাড়া তুলেছিলেন ভারতীয় সংগীত শিল্পী বাবুল সুপ্রিয়। মাঝে পেরিয়ে গেছে ২৫ বছর। সাজিদওয়াজিদের সুর ও সমীরের লেখা গানটি ফের গাইলেন একই শিল্পী। এবার সম্পূর্ণ নতুন ছাঁচে ফেলে তৈরি করা হয়েছে গানটি। আগেরটির সঙ্গে মিল খুঁজতে চাইলে পাওয়া যাবে না বলে জানিয়েছেন বাবুল। প্রথম মিউজিক ভিডিওতে ছিলেন মডেল অভিনেত্রী দিয়া মির্জা। এবারে পর্দায় বাবুলই মুখ্য। গানটি ইউটিউব, স্পটিফাইসহ সোশাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ হয়েছে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধপরিণীতির নতুন সিদ্ধান্ত গান গাইবেন
পরবর্তী নিবন্ধসুরের উদ্যান থেকে কাগজের পাতায় তুহীন