২৫ বছর ধরে গ্রাহকের আস্থায় স্যানমার

| শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

আবাসন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান স্যানমার প্রপার্টিজ গত ২৫ বছর ধরে গুণগত মান অক্ষুন্ন রেখেই গ্রাহকদের আশা আকাঙ্খার পূরণ করে যাচ্ছে। স্যানমারের প্রতিটি প্রকল্পে থাকে আধুনিক স্থাপত্যশৈলী ও নতুনত্ব। যার কারণে সব সময় গ্রাহকদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকে স্যানমার প্রপার্টিজ। প্রতি বছরের মতো এবারও স্যানমার প্রপার্টিজ রিহ্যাব ফেয়ারে অংশ নিয়েছে। মেলায় গ্রাহকরা ফ্ল্যাট বুুকিং দিলেই পাবেন আকর্ষনীয় উপহার। গ্রাহক সন্তুষ্টির কথা মাাথায় রেখে স্যানমার প্রপার্টিজ কখনো কোয়ালিটির সাথে আপস করেনি। চলমান প্রকল্পের মধ্যে পাহাড়ের সবুজ ঘেঁষে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের পাশে বায়েজিদ লিংক রোডের কেন্দ্রে তৈরি হচ্ছে মাল্টিপারপাস ফ্যাসিলিটির স্যানমার গ্রিন পার্ক। ২৬তলা ভবনের সুবিশাল তিনটি ভবন নিয়ে তৈরি স্যানমার গ্রিন পার্ক প্রজেক্টে থাকছে কমার্শিয়াল ও রেসিডেন্সিয়াল স্পেস সমৃদ্ধ সব ধরনের নাগরিক সুযোগসুবিধা। রেসিডেন্স স্পেসের ভিতরে থাকছে, জগার্স ট্র্যাক, প্রেয়ার রুম, জিম ও স্কাইলাউঞ্জ এবং সেই সাথে মাল্টিইউটিলিটির এই প্রজেক্টে থাকবে চট্টগ্রামের আরেক সর্বাধুনিক মানের শপিং মল স্যানমার গ্রিন পার্ক মল। দেশি বিদেশি ব্র্যান্ড শপ, সিনেপ্লেক্স, ফুডকোর্ট, বোলিং জোন, সুপার শপ, মেডিকেল ফ্যাসিলিটি, এটিএম ব্যাংকিংসহ নানান সুযোগ সুবিধা সম্বলিত স্যানমার গ্রিন পার্ক শুধু একটি শপিং মলই নয়, হতে যাচ্ছে পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর একটি কাঙ্খিত গন্তব্যস্থল। এই ভবনের তিন তিনটি বৃহৎ টাওয়ারের অনেকটা অংশ জুড়েই থাকছে ব্যবসাবাণিজ্যে সুদৃঢ় আগামী গড়ার অপার সম্ভাবনা। ব্যবসা হোক কিংবা বাসস্থান; স্যানমার গ্রিন পার্ক নিশ্চিত করেছে গ্রাহকদের জন্য সেরা ফ্যাসিলিটিস। প্রজেক্টের ধরণ, প্রযুক্তি, ডিজাইন, এক্সিকিউশন ও লোকেশন মিলিয়ে এই প্রজেক্টটি শুধু বসবাস ও ব্যবসার জন্যই সেরা নয়, সেই সাথে বিনিয়োগের জন্য এটি একটি লাভজনক ও সুবর্ণ সুযোগ। অপরদিকে নগরঃীর পশ্চিম খুলশীতে সবুজের সমারোহে, চারপাশের প্রয়োজনীয় সব কিছুকে হাতের নাগালে রেখে গড়ে উঠছে শহরের প্রথম প্রিমিয়াম গেটেড কন্ডোমিনিয়াম টুইন টাওয়ার স্যানমার অরচার্ড গার্ডেন। প্রয়োজনীয় সবকিছু আবাসন প্রকল্পের ভিতরেই থাকার ফলে এই প্রজেক্টের একটি বিশেষ লক্ষ্য হচ্ছে নিজস্ব পরিসীমার মাঝেই আবাসনের বাসিন্দাদের জন্য একটি নিজস্ব জগত তৈরি করা। এক্সক্লুসিভ সুযোগসুবিধার মাঝে থাকছে গ্র্যান্ড লবি, লাউঞ্জ, ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, পার্টি হল, বেভারেজ লাউঞ্জ, গেইম জোন, সুইমিং পুল, জিমনেশিয়াম, স্পা এরকম অনেক বিশেষ এমেনিটিজ। সময়ের সাথে আধুনিকতার স্বাক্ষী হিসেবে আভিজাত্যের অনন্য প্রতীক হয়ে চট্টগ্রামের মাটিতে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়াবে স্যানমার অরচার্ড গার্ডেন।

পূর্ববর্তী নিবন্ধজমে উঠেছে ফিনলে সাউথ সিটি শপিং মল
পরবর্তী নিবন্ধএককালীন বিনিয়োগে গ্রাহক পাবেন সারাজীবনের নিশ্চয়তা : উইকন