২৫ ফেব্রুয়ারি উত্তর জেলা বিএনপির জনসভা সফল করুন

প্রস্তুতি সভায় গোলাম আকবর খোন্দকার

| মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন, দলের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারাদেশের প্রতিটি জেলায় জনসভার আয়োজন করবে। তারই ধারাবাহিকতায় আগামী ২৫ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির জনসভা নাসিমন ভবনস্থ নূর আহমদ সড়ক চত্বরে অনুষ্ঠিত হবে। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত থাকবেন।

তিনি বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি জনসভাকে সফল করার লক্ষ্যে উত্তর জেলা বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব ছালাউদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন, নুর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কাজী সালাউদ্দিন, ডা. খুরশিদ জামিল, অধ্যাপক আজম খান, কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার, এডভোকেট এম এ তাহের, জসিম উদ্দিন সিকদার, সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুবউদ্দিন বাহার, আবু আহমেদ হাসনাত, গিয়াসউদ্দিন চেয়ারম্যান, জহির আজম চৌধুরী, মোবারক হোসেন কাঞ্চন, এজাহার মিয়া, জাকির হোসেন, কাজী মহিউদ্দিন, দিদারুল আলম, আবুল কালাম আজাদ, আবু মোহাম্মদ, মাহাবুব ছাফা, শওকত আলী নূর, শাহনেওয়াহ সেফুল, সরোয়ার উদ্দিন সেলিম, নার্গিস আক্তার প্রমূখ নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিটি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতকে সক্রিয় করতে হবে
পরবর্তী নিবন্ধসুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের এগিয়ে যেতে হবে : মেয়র শাহাদাত