চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দামামা বেজে উঠেছে। গতকাল ঘোষণা করা হয়েছে নির্বাচনের তফশিল। নির্বাচন কমিশনার তানভীর আল নাসীফ গতকাল এই তফশিল ঘোষণা করেন। এরফলে নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গেছে বলা যায়। গতকাল ঘোষিত তফশিল অনুযায়ী আগামীকাল অর্থাৎ ২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকার উপর আপত্তি দাখিল করতে হবে ৪ নভেম্বর। পরদিন অর্থাৎ ৫ নভেম্বর সে আপত্তির উপর শুনানী অনুষ্ঠিত হবে। ৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ৭ থেকে ৯ নভেম্বর তিনদিন নির্বাচনের মনোনয়ন পত্র বিক্রি করা হবে। ৭ থেকে ১০ নভেম্বর মনোনয়ন পত্র জমাও দেওয়া যাবে। ১১ নভেম্বর মনোনয়ন পত্র বাছাই করা হবে। এবং সেদিনই বৈধ মনোনয়ন পত্রের তালিকা প্রকাশ করা হবে। যদি কোন মনোনয়ন পত্র বাতিল হয় তাহলে তার বিরুদ্ধে আপিল করা যাবে ১২ নভেম্বর। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে দায়েরকৃত আপত্তির শুনানি অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর। ১৪ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্তভাবে বৈধ মনোনয়ন পত্রের তালিকা। এরপর মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে ১৫ নভেম্বর। ১৬ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এর নয় দিন পর ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত এবারের চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির নির্বাচন। সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত চলবে ভোট গ্রহন। আর সে ভোটের মাধ্যমে আগামী চার বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলররা। আগের দিন কলকাতায় বসে সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দউন সংস্থার নির্বাচন নিয়ে তার ভাবনার কথা বলেছিলেন। আর তার পরদিনই ঘোষনা করা হলো তফশিল। এখন একটি উৎসব মুখর নির্বাচন হবে সেটাই প্রত্যাশা কাউন্সিলরদের।