২৫ ডিসেম্বর ১২টায় ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান

ফিরে আসা স্মরণীয় করে রাখার উদ্যোগ ৭ রুটে বিশেষ ট্রেন চায় বিএনপি

| শুক্রবার , ১৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:২৪ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকায় নামবেন বলে জানিয়েছেন দলটির নেতা সালাহউদ্দিন আহমদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের এ তথ্য দেন দলটির স্থায়ী কমিটির এ সদস্য। সালাহউদ্দিন জানান, বিমানবন্দর থেকে তারেক রহমান সড়কপথে সরাসরি যাবেন এভারকেয়ার হাসপাতালে, যেখানে প্রায় তিন সপ্তাহ ধরে ভর্তি আছেন তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আমরা আজ অভ্যর্থনা টিমের সদস্যরা এখানে (বিমানবন্দর) এসেছি। আমাদের নেতা অবতরণ করবেন, সেই জায়গা থেকে কোথায় বসবেন এবং যেসব সড়ক দিয়ে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন, এরপর বাসায় যাবেন, সেগুলো আমরা সরজমিন পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সমন্বয় করছি। খবর বিডিনিউজের।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের কষ্টের নির্বাসিত জীবন শেষে আমাদের নেতা ২৫ ডিসেম্বর ঢাকা ফিরবেন। বাংলাদেশ বিমানের নিয়মিত কর্মাশিয়াল ফ্লাইটেই উনি আসবেন। সেটা অবতরণ করবে বেলা ১১টা ৫৫ মিনিটে; সেটা বেলা ১২টাও বলতে পারেন। তারেক রহমানকে অভ্যর্থনা জানানো এবং তার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে থেকে সহযোগিতা পাচ্ছেন বলে জানান সালাহউদ্দিন আহমদ, যিনি তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে গঠিত কমিটির আহ্বায়ক। দেশে ফিরে তারেকের ওঠার কথা গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে। এর পাশেই ফিরোজা নামের বাড়িতে থাকেন খালেদা জিয়া। সালাহউদ্দিন বলেন, তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে গত কয়েকদিন ধরে শামসুল ইসলাম সাহেবের নেতৃত্বে সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করে কাজের সমন্বয় করছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে সারাদেশ থেকে নেতাকর্মীরা আসবেন। আমরা দেশের সমস্ত জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যন্ত বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছি, কীভাবে তারা ২৪ তারিখ রাতের মধ্যে অথবা ২৫ তারিখ সকালের মধ্যে তারা ঢাকায় আসবেন? এরই মধ্যে সারা দেশের জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সালাহউদ্দিন বলেন, আমরা চাই, বিগত ৫৫ বছরের ইতিহাসে যেসব কিছু দৃষ্টান্ত বা রেকর্ড হয়েছে তাকে ছাড়িয়ে যায় এবং আগামী ৫৫ বছরের ইতিহাসেও যেন এরকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয়, সেরকম একটা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সমস্ত আয়োজন হচ্ছে। এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, সংবর্ধনা দেয়ার জায়গা এখনো ঠিক হয়নি। আমরা জায়গাগুলো দেখছি। দেশের জনগণ তাকে একনজর দেখার জন্য উদগ্রীব ও উন্মুখ হয়ে আছে; তার দুইটা কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে। সেজন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি, সেটা কোন জায়গায় হলে ভালো হয়।

অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী বলেন, অভ্যর্থনা কমিটি কাজ করছে পুরোদমে। কাজের অনেক অগ্রগতি হয়েছে। আজ ১৮ তারিখ, আজ পর্যন্ত যতটুকু এগোনো দরকার, ততটুকু এগিয়েছি। সেদিন মানুষের যে উপস্থিতি হবে, সেটা নিঃসন্দেহে ঐতিহাসিক হবে। ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটি দিনরাত পরিশ্রম করছেন।

ব্রিফিংয়ে বিএনপির মিডিয়া টিমের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।

৭ রুটে বিশেষ ট্রেন চায় বিএনপি : তারেক রহমানকে সংবধর্না জানাতে ঢাকায় আসা নেতাকর্মীদের জন্য সাতটি রুটে বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগি চেয়ে রেলপথ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএনপি। আগামী ২৪ ডিসেম্বর রাতের জন্য এ বরাদ্দ চেয়ে চিঠিটি পাঠিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সাতটি রুটের মধ্যে রয়েছে কঙবাজারঢাকা, সিলেটঢাকা, জামালপুরময়মনসিংহঢাকা, টাঙ্গাইলঢাকা, চাঁপাইনবাবগঞ্জরাজশাহীঢাকা, পঞ্চগড়নীলফামারীপার্বতীপুরঢাকা এবং কুড়িগ্রামরংপুরঢাকা।

চিঠিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় ফিরবেন। তাকে সংবর্ধনা দিতে সারা দেশ থেকে বিপুল ছাত্রজনতা ঢাকায় আসবেন। তাদের আসার সুবিধার্থে বিএনপি ২৪ ডিসেম্বর রাতে বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ নিতে ইচ্ছুক। চিঠিতে সাতটি রুটে একটি করে বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগি রিজার্ভ করার অনুমতি চাওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধসংবিধান পরিবর্তনকে হুমকি নয়, গণতান্ত্রিক সত্য হিসেবে গ্রহণ করতে হবে
পরবর্তী নিবন্ধ৭৮৬