চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আগামী ২৫ জানুয়ারি মধ্যরাত থেকে মোটরসাইকেল এবং পরদিন ২৬ জানুয়ারি মধ্যরাত থেকে সড়ক ও নৌপথে সকল প্রকার যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চসিক নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলের ওপর এ নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আগামী ২৫ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ২৮ জানুয়ারি সকাল ৬ টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পরদিন ২৬ জানুয়ারি দিবাগত রাত ১২টার পর থেকে ২৭ জানুয়ারি রাত ১২ টা পর্যন্ত সড়ক ও নৌ পথে বিভিন্ন যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় পড়া যানবাহনগুলোর মধ্যে রয়েছে সড়কপথে বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, কার, জিপ, ট্যাক্সি ক্যাব, বেবি টেক্সি, অটোরিকশা, ইজিবাইক, টেম্পোসহ স্থানীয় পর্যায়ের যন্ত্রচালিত বিভিন্ন যানবাহন এবং নৌ পথে লঞ্চ, স্পিড বোট ও ট্রলার। উল্লেখিত সময়ের মধ্যে এসব যানবাহন চলাচল করতে পারবে না। তবে রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট এবং দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনগুলো নিষেধাজ্ঞার আওতায় থাকবে না।
এছাড়া বন্দর ও জরুরি পণ্য সরবরাহকারী যানবাহন, রোগীবাহী অ্যাম্বুল্যান্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগসহ বিভিন্ন সেবা কার্যক্রমে ব্যবহৃত যানবাহন নিষেধাজ্ঞার বাহিরে থাকবে বলে জানানো হয়েছে।
আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য রয়েছে।