২৫ জানুায়ারি পলোগ্রাউন্ড মাঠে জনসমুদ্রের ইতিহাস সৃষ্টি হবে

দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভায় মীর হেলাল

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ১২:০৫ অপরাহ্ণ

আগামী ২৫ জানুায়ারি পলোগ্রাউন্ড মাঠে জনসমুদ্রের ইতিহাস সৃষ্টি হবে বলে দাবি করেছেন বিএনপি’র কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন। তিনি বলেন, স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো আমাদের নেতা তারেক রহমান চট্টগ্রামে আসছেন। এই দিনে চট্টগ্রামের জনসমুদ্র ঢাকার চেয়েও কোনো অংশে কম হবে না। এসময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্রের মহানায়ক দেড় যুগ পর চট্টগ্রামে আসছেন। এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে বিএনপির সকল নেতাকর্মীকে ঐকান্তিক প্রচেষ্টা চালাতে হবে। চট্টগ্রামের প্রতিটি এলাকায় জনসাধারণ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে এই বার্তাটি পৌঁছে দিতে হবে। তার এই আগমনকে ইতিহাসে স্মরণীয় করে তুলতে হবে। আগামী ২৫ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গতকাল রোববার কর্ণফুলী উপজেলায় একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া। সঞ্চালনা করেন করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস, চট্টগ্রাম১২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম, যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী, জামাল হোসেন, মুজিবুর রহমান, সাইফুদ্দিন সালাম মিঠু, জেলা বিএনপির সদস্য ও চট্টগ্রাম ১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন, চট্টগ্রাম ১৪ আসনের প্রার্থী জসিম উদ্দিন আহমেদ, সদস্য আমিনুর রহমান চৌধুরী, জাহাঙ্গীর কবির, মাস্টার লোকমান, হাজি রফিকুল আলম, মাষ্টার রফিক, সাজ্জাদুর রহমান, সরোয়ার হোসেন মাসুদ, জাগির আহমদ, আমিনুল ইসলাম, মহসিন চৌধুরী রানা, মনজুর আলম তালুকদার, মোজাম্মেল হক বেলাল, সালাউদ্দিন চৌধুরী সোহেল, শেফায়ত উল্লাহ চক্ষু, ফৌজুল কবির ফজলু, ইখতিয়ার হোসেন চৌধুরী ইফতু, মোহাম্মদ ইব্রাহিম, দিল মোহাম্মদ মনজু, এম মনছুর উদ্দিন, মোহাম্মদ ফারুক হোসাইন, সালেহ জহুর, দেলোয়ার আজিম, শাহাদাত হোসেন সুমন, দেলোয়ার হোসেন ও রবিউল হোসেন রবি।

পূর্ববর্তী নিবন্ধসারগাম সঙ্গীত পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
পরবর্তী নিবন্ধমানবসেবা মাইজভাণ্ডারী ত্বরিকার অন্যতম শিক্ষা