বিশ্বকাপের টিকিট ছাড়ার দিন ঘোষণা করেছে আইসিসি। আগামী ২৫ আগস্ট থেকে পাওয়া যাবে টিকিট। সেজন্য ১৫ আগস্ট থেকে আইসিসির ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে ক্রিকেটপ্রেমীদের। ২৫ আগস্ট থেকে ভারত বাদে সকল দলের প্রস্তুতি ও মূল পর্বের ম্যাচের টিকিট পাওয়া যাবে। ভারতের ম্যাচের টিকিট পাওয়া যাবে ধাপে ধাপে।
কবে থেকে কেনা যাবে কোন ম্যাচের টিকিট : স্বাগতিক ভারত ছাড়া বাকি দলগুলোর প্রস্তুতি পর্ব ও মূল পর্বের ম্যাচের টিকিট পাওয়া যাবে– ২৫ আগস্ট থেকে। গুয়াহাটি ও ত্রিবান্দ্রামে অনুষ্ঠিত ভারতের ম্যাচের টিকিট– ৩০ আগস্ট থেকে। চেন্নাই, দিল্লি ও পুনের ভারতের ম্যাচের টিকিট– ৩১ আগস্ট থেকে। ধর্মশালা, লখনৌ ও মুম্বাইয়ের ভারতের ম্যাচের টিকিট– ১ সেপ্টেম্বর থেকে। বেঙ্গালুরু ও কলকাতার ভারতের ম্যাচের টিকিট– ২ সেপ্টেম্বর থেকে। আহমেদাবাদের ভারতের ম্যাচের টিকিট– ৩ সেপ্টেম্বর থেকে। সেমিফাইনাল ও ফাইনালের টিকিট– ১৫ সেপ্টেম্বর থেকে।












