২৫৯৮ জনকে নিয়োগের সুপারিশ পিএসসির

আজাদী ডেস্ক | বুধবার , ৩০ ডিসেম্বর, ২০২০ at ৯:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক ও নন-ক্যাডার পদে ২ হাজার ৫৯৮ জনকে চাকরির জন্য সুপারিশ করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিশেষ সভায় বসেছিল পিএসসি। সেই সভায় এ সিদ্ধান্ত হয়। এতে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেওয়ার বিষয়ে নিয়েও আলোচনা হয়েছে।
গতকাল মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক ও নন-ক্যাডার পদে ২ হাজার ৫৯৮ জনকে নিয়োগের ফল প্রকাশ করা হয়। পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে সে ফল। সভা শেষে পিএসসির একজন সদস্য গণমাধ্যমকে বলেন, মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক পদে ২ হাজার ১৫৫ জন নিয়োগ পাচ্ছেন।
আর ৩৮ তম বিসিএস থেকে ৪৪৩ জনকে নন-ক্যাডারে (১ম শ্রেণির পদ) নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সহকারী শিক্ষকেরা সবাই দশম গ্রেডে নিয়োগ পাবেন।

পূর্ববর্তী নিবন্ধখাজা আজমেরী স্কুলে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধজাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে হালদা