২৪ সালের জানুয়ারিতেই মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

প্রকল্প পরিদর্শন শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ২০ জানুয়ারি, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি বলেছেন, চলতি ২০২৩ সালের ডিসেম্বরেই শেষ হচ্ছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের কাজ। ইতিমধ্যে ৭৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৪ সালের জানুয়ারিতেই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ফেইজ উৎপাদন শুরু হবে বলে আশা করছি। গতকাল বৃহস্পতিবার মহেশখালীর মাতারবাড়ি ১২শ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী সকাল ১১ টায় হেলিকপ্টার যোগে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছলে মহেশখালীকুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক প্রতিমন্ত্রীকে অভ্যার্থনা জানান। পরে কোল পাওয়ার সম্মেলন কক্ষে প্রকল্প সংশ্লিষ্টদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন প্রতিমন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন কয়লা বিদ্যুৎ প্রকল্পের পরিচালক আবুল কালাম আজাদ, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন, মাতারবাড়ির ইউপি চেয়ারম্যান এস এম আবু হায়দার, ধলঘাটা ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান, মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম ছমি উদ্দিন প্রমুখ।মন্ত্রী বিকেলে মহেশখালীর কালারমার ছড়ায় স্থাপিত এসপিএম প্রকল্প পরিদর্শন করেন।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে ৯ কোটি টাকা পেলেন ৪৪ ভূমি মালিক
পরবর্তী নিবন্ধপিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহীর মৃত্যু