টেস্ট মর্যাদা পাওয়ার পর ২২ বছরে অস্ট্রেলিয়ায় কেবল দুটি টেস্ট খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডে সবশেষ টেস্ট খেলেছে বাংলাদেশ প্রায় একযুগ আগে। অবশেষে জট খুলতে যাচ্ছে। প্রায় ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ দল। যদিও ইংল্যান্ডে গিয়ে টেস্ট খেলা হবে কিনা তা নিশ্চিত হয়নি এখনো। ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত চক্রে আইসিসি ভবিষ্যৎ সফরসূচি ঠিক করা নিয়ে বোর্ডগুলোর আলোচনা চলছে েেশ কিছুদিন ধরেই। সমপ্রতি দুবাইয়ে আইসিসির সভায় একটি খসড়াও দাঁড় করানো হয়েছে।
২০০১ সালে অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেটি ছিল অখ্যাত দুই ভেন্যু কেয়ার্নস ও ডারউইনে। এরপর আর কখনও টেস্ট খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি অস্ট্রেলিয়া। এমনকি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সেখানে সবশেষ সফর করেছিল ২০০৮ সালে। সেবারও ডারউইনে হয়েছিল তিন ম্যাচের সিরিজ। আগামী চক্রে সেই খরা কাটছে বলেই আশা করছে বিসিবি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান সম্ভাব্য অন্যান্য সফর ও সিরিজের কথাও। আগামী ২০২৭ সালে অস্ট্রেলিয়ায় খেলতে যাবে বাংলাদেশ। সে সফরে হতে পারে দুটি টেস্ট। তার আগে ২০২৬ সালে আসবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ছাড়াও অন্যান্য দেশ গুলোর সাথেও । টেস্ট আঙিনার আরেক বনেদি দেশ ইংল্যান্ডে ২০০৫ সালে দুটি এবং ২০১০ সালে দুটি টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ । এরপর থেকে আর কোনো সংস্করণের সিরিজ খেলতে আমন্ত্রন পায়নি বাংলাদেশ। সামনের চার বছরের চক্রেও সেই সম্ভাবনা কম। যদিও বিসিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে। জালাল ইউনুস বলেন ইংল্যান্ডের সঙ্গেও কথা হচ্ছে। তবে নিশ্চিত হয়নি। আমরা চেষ্টা করছি ইংল্যান্ডে গিয়ে একটা সিরিজ খেলতে। আমরা আশা করছি যেতে পারব। ওদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাব। আগামী ২০২৭ সাল পর্যন্ত ৪০টির বেশি টেস্ট খেলবে বাংলাদেশ। এই সময়ে ৭০টির বেশি আছে ওয়ানডে। ৭৬টির বেশি আছে টি-টোয়েন্টি। এসব কিন্তু আইসিসি ইভেন্টের বাইরে। এছাড়া আইসিসি ইভেন্ট তো আছেই। কিছু ত্রিদেশীয় সিরিজ খেলার চিন্তাভাবনা আছে বাংলাদেশের।