২৪ বছর আগের হত্যা মামলায় এক জনের ১০ বছরের কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ এপ্রিল, ২০২৩ at ৪:৪৯ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল এলাকায় ২৪ বছর আগে জাকের আহমদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাইফুল হক প্রকাশ কালু নামের একজনকে ১০ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত কালু পূর্ব চাম্বল এলাকার মৃত বজল আহম্মদের ছেলে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. হালিম উল্লাহ চৌধুরী এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পিপি অশোক দাশ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক সাইফুল হক প্রকাশ কালুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। পুরো বিচার প্রক্রিয়ায় ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়।

আদালতসূত্র জানায়, ১৯৯৮ সালের ১০ মে বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকায় জাকের আহমদকে ছুরিকাঘাতে খুন করা হয়। এ ঘটনায় তার ভাই উকিল আহমদ বাদী হয়ে সাইফুল হকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। আসামির বিরুদ্ধে ১৯৯৮ সালের ১৬ আগস্ট চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর ২০০২ সালের ২২ সেপ্টেম্বর তার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধ১০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় ১০ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে আজ আধাবেলা সড়ক অবরোধ