প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল চ্যানেল আই দীর্ঘ ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করেছে। গতকাল শনিবার এ উপলক্ষে চ্যানেল আই দর্শক ফোরাম এবং চট্টগ্রাম অফিসের উদ্যোগে আনন্দ সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি, সুধি সমাবেশ, মিলনমেলা, কেক কাটা ও সংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
নগরীর জামাল খান মোড়ে আয়োজিত আনন্দ সমাবেশ ও র্যালির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, সাংসদ মোছলেম উদ্দিন আহমদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনীসহ রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সরকারি বেসরকারী বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ। শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পলিথিন ব্যবহার নিষিদ্ধ, পাহাড় কাটা বন্ধ, কর্ণফুলী ও হালদা নদীর দখল দূষণ রোধ, হাইড্রোলিক হর্ণ নিষিদ্ধসহ বিভিন্ন জনসচেতনতা মূলক ব্যানার ফেস্টুন নিয়ে র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকাল সাড়ে ১১টায় চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সভাপতিত্বে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য জাহেদুর রহমান সোহেলের সঞ্চালনায় আয়োজিত আনন্দ সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই’র বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদ। শুভেচ্ছা বক্তৃতা করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদরায়, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, ভারপ্রাপ্ত প্যানেল মেয়র আফরোজা কালাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাবেক সভাপতি আবু সুফিয়ান, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহাম্মদ, জেলার ভারপ্রাপ্ত কমান্ডার সারওয়ার কামাল দুলু, মুক্তিযুদ্ধ বিজয় মেলা পরিষদের সাবেক মহাসচিব আবুল হাসেম, বিভাগীয় উপজেলা পরিষদের সভাপতি এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এম এ হাসেম, সাধারণ সম্পাদক এইচ এম জিয়া উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, বিজিএমইএ’র সাবেক সহ সভাপতি মঈনুদ্দিন আহম্মদ মিন্টু, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, হালদা বিশেষজ্ঞ অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া প্রমুখ।
মাসব্যাপী কর্মসূচিতে থাকছে দেশের অর্থনীতির হার্ট কর্ণফুলীর দখল ও দূষণ প্রতিরোধে সমাবেশ, পাহাড়কাটা ও পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতন কর্মসূচি পালন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপন কর্মসূচি, কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণসহ ব্যাপক অনুষ্ঠানের আয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।












