আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনে ২৪ রাজনৈতিক দলের এ পর্যন্ত ১৫৪ জন প্রার্থী নির্বাচন কমিশনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরমধ্যে সর্বাধিক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির প্রার্থীরা।
গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গতকাল পর্যন্ত চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫৪ প্রার্থী। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।
চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন তিনজন। তারা হলেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসক এবং চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। চট্টগ্রামের তিন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গতকাল পর্যন্ত নেয়া সর্বশেষ মনোনয়ন ফরমের তালিকায় দেখা গেছে, চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনে–বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জেএসডি, বাংলাদেশ খেলাফত মজলিস, নাগরিক ঐক্য, এবি পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি, জনতার দল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ নেজামে ইসলাম পর্ার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দলীয় প্রার্থীর বাইরে প্রায় প্রতিটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গতকাল পর্যন্ত তিনজন রিটার্নিং অফিসার ও তাদের সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে দলীয় প্রার্থী এবং স্বতন্ত্রসহ মিলে ১৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রামের তিন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীদের নেয়া মনোনয়ন ফরমের তালিকায় দেখা গেছে, চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে বিএনপির সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসন থেকে। এই আসনে এখনো পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে কাউকে দল থেকে মনোনয়ন না দিলেও গতকাল পর্যন্ত এই আসনে বিএনপির ১০ জন প্রার্থী নির্বাচন কমিশনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদিকে চট্টগ্রাম–১১ বন্দর–পতেঙ্গা আসনেও এখনো পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে কাউকে দল থেকে মনোনয়ন না দিলেও গতকাল পর্যন্ত এই আসন থেকে বিএনপির ৬জন প্রার্থী নির্বাচন কমিশনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদিকে চট্টগ্রাম–৩ সন্দ্বীপ আসন থেকে বিএনপির দলীয় প্রার্থীর বাইরে আরও ৪জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। একইভাবে চট্টগ্রাম–৯ কোতোয়ালী আসনে বিএনপির দলীয় প্রার্থীর বাইরে গিয়ে গতকাল পর্যন্ত আরও ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চট্টগ্রাম–১ মীরসরাই আসনে বিএনপির দলীয় প্রার্থীর বাইরে গিয়ে গতকাল পর্যন্ত আরও ৩জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের মধ্যে চট্টগ্রাম–১০ (ডবলমুরিং–হালিশহর–পাহাড়তলী) আসন, চট্টগ্রাম–৭ রাঙ্গুনিয়া আসন এবং চট্টগ্রাম–১৬ বাঁশখালী আসনে দলীয় প্রার্থীর বাইরে অন্য কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। অন্য আসনগুলোতে ৩জন থেকে শুরু করে ৪ জন পর্যন্ত বিএনপির প্রার্থী রয়েছেন।
গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণার পরদিন (১২ ডিসেম্বর) থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি।
কমিশনে দায়ের করা আপিল নিষ্পত্তির তারিখ ১২ জানুয়ারি থেকে ১৮জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০জানুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২জানুয়ারি। নির্বাচনে ভোট গ্রহণ ১২ফেব্রুয়ারি।












