২৪ জাপানির দেহাবশেষ কুমিল্লা থেকে নিজ দেশে যাচ্ছে

| সোমবার , ১৮ নভেম্বর, ২০২৪ at ৮:৩৮ পূর্বাহ্ণ

কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৪ জাপানি সৈনিকের দেহাবশেষ নিজ দেশে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত বিশ্বের ১৩টি দেশের ৭৩৭ জন সৈনিককে এখানে সমাহিত করা হয়েছিল। এর মধ্যে ১৯৬২ সালে একজন সৈনিকের দেহাবশেষসহ সমাধির মাটি তার স্বজনরা যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিলেন। এরই মধ্যে জাপানের পক্ষ থেকে সাত সদস্যদের একটি ফরেনসিক দল ওই ২৪ সৈনিকের দেহাবশেষ সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছেন। বিশেষজ্ঞ দলের ছয়জন জাপানি এবং একজন যুক্তরাষ্ট্রের। তাদেরকে সহায়তা করছে বাংলাদেশ সরকার। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধহত্যাচেষ্টা মামলায় দেশ টিভির আরিফ ২ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদ প্রসঙ্গে