লামায় ছাত্রলীগের সম্মেলন আগামী ২৪ জানুয়ারি। এই দিন একই সাথে লামা উপজেলা, পৌর এবং কলেজ শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার ছাত্রলীগের নেতা-কর্মীরা এখন উজ্জীবিত। তিন শাখায় ৬ পদের বিপরীতে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে সম্মেলন প্রস্তুতি কমিটি সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, বান্দরবান জেলার রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে লামা উপজেলার। ইতিমধ্যে বর্তমান সভাপতি মংক্যাহ্লা মার্মাকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক মো. শাহীনকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এক মতবিনিময় সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. শাহীন জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ সম্মেলন সফল ও সার্থকভাবে সম্পন্নের লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা । বিশেষ অতিথি হিসেবে থাকবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমান, লামা উপজেলা আওয়ামালীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, সাধারন সম্পাদক, পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ প্রমুখ।