২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু

| শুক্রবার , ২৩ ডিসেম্বর, ২০২২ at ৬:৩২ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ২৭৩ জন। দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল হাসপাতালে ভর্তি হয়েছে ১২৬ জন।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৭৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৬১ হাজার ৭৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬০ হাজার ৯০৯ জন।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন
পরবর্তী নিবন্ধপ্রাথমিক শিক্ষক-কর্মকর্তাদের সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা জারি