একটি পাড়া। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে রাতে ৭ বার এবং দিনে ৫ বার আগুন লেগেছে। রহস্যজনক এই আগুন নিয়ে স্থানীয়দের মাঝে আতংক দেখা দিয়েছে। গত রোববার মধ্যরাত থেকে আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের ওয়েজার বাড়িতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দফায় দফায় আগুন নেভান। তবে তারা আগুন লাগার কারণ নির্ণয় করতে পারেনি। বর্তমানে গ্রাম পুলিশ ও স্থানীয়রা বাড়িটি পাহারা দিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় চেয়ারম্যান মাস্টার মো. ইদ্রিস জানান, গত রোববার মধ্যরাত থেকে ইউনিয়নের ওয়েজারপাড়ায় রাতে ৭ বার এবং দিনে ৫ বার আগুন লাগে। এতে উক্ত বাড়ির বিশ পরিবারের মধ্যে আতংক দেখা দেয়। আনোয়ারা ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ বিল্লাল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘক্ষণ গ্যাস সিলিন্ডার, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসপত্র চেক করেও আগুন লাগার কারণ খুঁজে পাননি। এমনকি মাটির নিচে গ্যাসের অস্তিত্ব আছে কিনা তা–ও দেখা হয়েছে। তিনি জানান, গতকাল দুপুর ১২টার পর থেকে আর আগুন জ্বলতে দেখা যায়নি।












