২৪ ঘণ্টায় আরো ৯৩ জনের ডেঙ্গু শনাক্ত চট্টগ্রামে

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৭:৩২ পূর্বাহ্ণ

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরো ৯৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১২৭ জনে। আক্রান্তদের মাঝে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২৮৩ জন রোগী চিকিৎসাধীন বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এর মাঝে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালেই ভর্তি ১০৪ জন। সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধ৮ ভবন মালিককে জরিমানা
পরবর্তী নিবন্ধকিশোর বন্দিবাহী বাসে কাভার্ডভ্যানের ধাক্কা, পুলিশসহ আহত ৭