বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের শেষ দিন গতকাল নগরের কয়েকটি স্পটে ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এছাড়া নগরের কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। দিনভর সড়কে যান চলাচল ছিল স্বাভাবিক। বাস, মিনিবাস, হিউম্যান হলার, সিএনজি অটো রিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করেছে। সকালে কিছুটা কম চললেও বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও। অবশ্য দূর পাল্লার বাস না চললেও জেলার অভ্যন্তরীণ রুটে চলাচল করেছে সব ধরনের যানবাহন। ছেড়ে গেছে ট্রেন।
নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী আজাদীকে বলেন, শান্তিপূর্ণভাবে অবরোধ পালিত হয়েছে। নগর ও জেলার বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। অবরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় পুলিশ বিএনপির আরো ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।