২৪ ঘণ্টায় ১০ শিশুর স্বাভাবিক প্রসব

হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৮ জুলাই, ২০২৪ at ১০:১৫ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘন্টায় ১০ টি স্বাভাবিক প্রসব করানোর মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশ্মি চাকমা কমপ্লেক্সে নরমাল প্রসবের বিষয়টি তাঁকে অবহিত করলে তিনি সন্তোষ প্রকাশ করেন। মন্ত্রী পরিদর্শনের পর দিনই এই স্বাভাবিক প্রসব কমপ্লেক্সের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন পর্যবেক্ষক মহল। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশ্মি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের আন্তরিকতার ফলে হাসপাতালে সেবা নিতে আসা গর্ভবতী মায়েরা নরমাল প্রসব করাতে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন। গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শিশু স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম গ্রহন করে। যার কারনে হাসপাতালে এসে নরমাল ডেলিভারি করানোর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসবের উদ্যোগ সফলতা লাভ করেছে। রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনা রয়েছে এই হাসপাতালে। ডেলিভারি পরবর্তী বাচ্চাদের যত্ন নেয়ার বিষয়ে অভিভাবকদের সচেতনও করা হয় এখানে। ফলে রোগীরা হাসপাতালের সেবায় সন্তুষ্টি নিয়ে বাড়ি ফিরে যায়। স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশ্মি চাকমা জানান, এ স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের প্রসব পূর্ববর্তী ও পরবর্তী চিকিৎসা এবং পরমার্শ দেওয়া হয়। আশা করছি দিন দিন নরমাল ডেলিভারি সংখ্যা আরো বৃদ্ধি পাবে। উল্লেখ্য, গত ২০২৩ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৩১৯ টি ডেলিভারি সম্পন্ন হয় যার মধ্যে ১২৫৮ টি নরমাল এবং ৫৯ টি সিজারিয়ান ছিলো।

পূর্ববর্তী নিবন্ধস্টেশন রোডে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধঈদগাঁওয়ে চিংড়িঘের থেকে ৬০ বছরের বৃদ্ধার লাশ উদ্ধার